Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- শুক্রবার রাতে অবশ্যই করুন একটি কাজ। জোতিষ মতে শুক্র গ্রহকে খুবই গুরুত্ব দেয়া হয়। বৈদিক জ্যোতিষে শুক্রের গুরুত্ব অপরিসীম। কোনো ব্যাক্তির হাতের রেখাতে যদি শুক্রগ্রহ শক্তিশালী হয় তাহলে তার সমগ্র জীবন সুখে ভরে যায়। সেই মানুষের কোনোদিন অর্থের অভাব হয় না। আর্থ সামাজিক দিক থেকেও তার বিশেষ উন্নতি হয়। সেই ব্যাক্তির জীবনের সকল স্বপ্ন পূরণ হয়। কিন্তু যে ব্যাক্তির শুক্র দুর্বল তার সারা জীবনে নানা অসুবিধার সামনে পড়তে হয়।
অর্থাৎ শুক্র গ্রহ শক্তিশালী হলে যেসব উপকার গুলি তিনি পেতেন , কিন্তু শুক্র গ্রহ দুর্বল হলে ঠিক তার বিপরীত হয়। সেই ব্যাক্তির অর্থের সমস্যা দেখা দেয়। নানা রকম শারীরিক সমস্যা দেখা দেয়। হজম শক্তির সমস্যা হয়, চামড়ার সমস্যা , চোখ , বিভিন্ন অঙ্গ খারাপ হয়ে যায়। তাই জন্য বিশেষ কারণে এই শুক্রের প্রতি খেয়াল রাখাটা খুব জরুরি। শুক্র গ্রহ যেন কোনোভাবেই দুর্বল হয়ে না যায়।
তাহলে দুর্বল শুক্র গ্রহ ঠিক করবেন কিভাবে ? কি করতে হবে জানেন ? কিছুই না আপনাকে শুক্রবার রাতে এই দুটি মন্ত্র জপ করতে হবে ” ওম ক্লিম শুক্রায় নমহ” এবং “ওম ড্রাম ড্রিম ড্রাম শাহ শুক্রায় নমহ”। আপনাকে মন্ত্র দুটি প্রতি শুক্রবার রাতে ১০-১২ টার মধ্যে জপ করতে হবে। তাহলেই আপনার শুক্র গ্রহ শক্তিশালী হবে। বিভিন্ন বিষয়ে উপকার হবে আপনার জীবনে।
আয়ু বৃদ্ধি হয় , রোগের প্রকোপ কমে। কোনো দুর্ঘটনার হলেও আপনি খুব সহজে বেচে যাবেন। তাছাড়া শিল্পী মানুষের খুব উপকার হয়। তারা যদি নিয়ম করে মন্ত্র জপ করতে পারে তাহলে তাদের খুব উন্নতি হবে। বিশেষ করে আঁকা , গান ও নাচের দিকে। মান সম্মানবৃদ্ধি ঘটে। নানা বিষয়ে সাফল্য মিলতে থাকে । এছাড়া কর্মক্ষেত্রে ও সমাজে গ্রহণযোগ্যতা বাড়ে। তাই নিয়ম করে মন্ত্র জপ করুন বন্ধুরা, আপনার জীবনে উপকার মিলতে বাধ্য।
Highlights
1. শুক্রবার রাতে অবশ্যই করুন একটি কাজ
2. আপনার জীবনে উপকার মিলতে বাধ্য
#Astrology #শুক্র