শুরু হচ্ছে ” ঘুম উৎসব ” ! ঘুরে আসুন দার্জিলিং

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : পাহাড় ঘোরা মানেই শৈল শহর দার্জিলিং। গরমের ছুটি পড়লেই দার্জিলিংয়ে ছুটে যাওয়া, পুজোর ছুটিতেও কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য বাঙালি হইহই করে পৌঁছে যান শৈলশহরে। হঠাৎ করে শহরের বুকে মন খারাপ হলে মন ভালর ঠিকানা দার্জিলিং। আর সেই দার্জিলিংয়ের ম্যালে পা রাখার আগেই যদি পেয়ে যান নতুন উৎসবের স্বাদ ? সেটা মন্দ নয়।

avilo home

১৩ নভেম্বর থেকে দার্জিলিংয়ে শুরু হতে চলেছে নতুন উৎসব ‘ঘুম উৎসব’। যা চলবে ডিসেম্বর মাসের ৫ তারিখ পর্যন্ত। ২৩ দিন ধরে চলা এই বিশেষ ফেস্টিভ্যালে পর্যটকদের চোখের সামনে উঠে আসবে শৈল শহর আর পাহাড়ের সংস্কৃতি ও ঐতিহ্য। সেখানকার স্থানীয় শিল্পীদের বিশেষ নৃত্য পরিবেশন। স্থানীয় হস্তশিল্পকে নিয়ে বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করা হবে। দার্জিলিং ও ঘুম স্টেশনেই হবে এই বিশেষ প্রদর্শনী।

১৯৯৯ সালের এই দিনটিতে ইউনেস্কোর তরফে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করা হয়। উৎসবের লক্ষ্য হল করোনা অতিমারীতে পিছিয়ে পড়া পর্যটনকে চাঙ্গা করা। এমনিতেই বিগত দু বছরে দার্জিলিং পর্যটক শুন্য বললেই চলে। তাই পর্যটন শিল্পকে চাঙ্গা করতে এই পদক্ষেপ। যাতে ফের ফিরে আসে পর্যটকদের কোলাহল।

করোনার কারণে পর্যটন শিল্প অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়। তবে দেড় বছর পর ধীরে ধীরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় ফের পাহাড়ে পর্যটকরা ভিড় জমাচ্ছেন। আর তাঁদের কথা মাথায় রেখেই এই উৎসবের ব্যবস্থা। আগামী দিনে যাতে বেশি করে মানুষ আসে ঘুরতে। সামনে ক্রিস মাস আর তারপর নতুন বছর। এই সময় আরও পর্যটক টানতে নয়া পদক্ষেপ এই উৎসব।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন