শুরু হয়েছে দেবশয়নী একাদশী, চলবে চার মাস, এই সময়ে কোন কোন কাজ করতে নেই দেখুন

By Bangla news dunia Desk

Published on:

bishnu vogoban

Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- ১০ জুলাই দেবশয়নী একাদশী। এর সঙ্গে শুরু হচ্ছে চতুর্মাসও। এই সময়টি থেকে ভগবান বিষ্ণু ১১৭ দিন যোগনিদ্রায় থাকবেন। তাই পরবর্তী চার মাস কোনও শুভ কাজ করা যাবে না। এমনই মনে করা হয় জ্যোতিষ শাস্ত্রে। ৪ নভেম্বর দেবোত্থানী একাদশীর সঙ্গে সমস্ত শুভ কাজ শুরু হবে।

আরো পড়ুন :- বুধাদিত্য যোগের ফলে এই ৫টি রাশির ঘুমন্ত ভাগ্য জেগে উঠবে

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, চতুর্মাসের শুধু ধর্মীয় নয় বৈজ্ঞানিক তাৎপর্যও রয়েছে। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দেখলে, বৃষ্টির কারণে বাতাসে আর্দ্রতা বেড়ে যায়। এ কারণে ব্যাকটিরিয়া ও পোকামাকড় বেশি হয়। তাদের কারণে সংক্রামক রোগ-সহ অন্যান্য রোগ হতে থাকে। এটি এড়াতে, এই সময়ে খাদ্য এবং পানীয়-সহ অনেক বিষয়েই যত্ন নিতে হয় এবং ভারসাম্যপূর্ণ জীবনধারা গ্রহণ করা উচিত।

 

niladri misra

 

তবে চলুন এই সময়ে কোন কোন কাজ করতে নেই তা দেখে নেওয়া যাক। পরবর্তী চার মাস বিবাহ, মুণ্ডনের মতো অনুষ্ঠান বা শুভকাজ করা হয় না। এ ছাড়া গৃহপ্রবেশ, নির্দিষ্ট যজ্ঞের দীক্ষা ইত্যাদিও নিষিদ্ধ।

কিন্তু অর্চনা-সম্পর্কিত সকল কাজ যা নিত্যনৈমিত্তিক ভাবে করা হয়, সেগুলি করাই যায়। এই চার মাস আত্ম-অধ্যয়ন, মনন, আত্মদর্শনের জন্য উপযুক্ত বলে বিবেচিত হয়।

এই চার মাস খাওয়া-দাওয়ার ক্ষেত্রেও কিছু নিয়ম মেনে চলতে হয়। এই চতুর্মাসের প্রথম মাস শ্রাবণে সবুজ শাকসবজি, ভাদ্রোয় দই, আশ্বিনে দুধ এবং কার্তিকে ডাল খাওয়া উচিত নয়। এই সময়ে পান মসলা, সুপারি, মাংস ও মদ খাওয়াও নিষিদ্ধ। এই সময় বেশি করে নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করুন। এতে শরীর ভালো থাকবে যেমন তেমন সংসারে সুখ – শান্তি ও আর্থিক উন্নতি বজায় থাকবে।

আরো পড়ুন :- সংসারে সুখ আনতে ও সকল দুঃখ দূর করতে শ্রাবণ মাসে এই উপায়গুলি করুন!

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

————————————————————————

জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র

বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।

চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর

ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)

Bangla news dunia Desk

মন্তব্য করুন