Bangla News Dunia, সমরেশ দাস :- শিব সত্যি , শিব সুন্দর । আমরা এই কথাটা সবাই জানি । আর সোমবার শাস্ত্র মতে হলো শিবের দিন । তিনিই মঙ্গলময়, তিনিই মহেশ্বর ৷ অল্পতেই সন্তুষ্ট হন বলেই তাঁকে আশুতোষ বলা হয় ৷
সংসারের বড় অশান্তি, অভাব বা মনমালিন্য ভগবান শিবের কৃপায় নিমেষেই কেটে যায় ৷ সন্তানের মঙ্গলে মায়েরাও ব্রত রাখেন ৷ ভগবান শিবের পুজোয় কোনও রকমের আড়ম্বর প্রয়োজন হয়না ৷
তিনি একটি মাত্র বেলপাতাতেই সন্তুষ্ট ৷প্রতিটি ঘরেই মাযের শিবের ব্রত পালন সন্তনকে দীর্ঘাযু করে তোলে ৷
শিবের প্রণাম মন্ত্র
নমঃ শিবায় শান্তায় কারণ-ত্রয়-হেতবে ।
নিবেদয়ামি চান্তানাং তং গতিঃ পরমেশ্বর ।।
পরম ভক্তিতে হিন্দুরা শিবের পুজো করে থাকেন ৷ শিবের পুজোতেই জীবন অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে ৷ সত্য শিব ও সুন্দরের অনুভব জীবন দর্শনকে আরও গভীতর করে ৷ শাস্ত্রমতে প্রতিদিন শিবের পুজো করলে জীবনের বড় বড় ফাঁড়া কেটে যায় সহজেই ৷
Highlights
১. শিব সত্যি , শিব সুন্দর । আমরা এই কথাটা সবাই জানি । আর সোমবার শাস্ত্র মতে হলো শিবের দিন
২. তিনি একটি মাত্র বেলপাতাতেই সন্তুষ্ট ৷প্রতিটি ঘরেই মাযের শিবের ব্রত পালন সন্তনকে দীর্ঘাযু করে তোলে
৩. পরম ভক্তিতে হিন্দুরা শিবের পুজো করে থাকেন
৪. শাস্ত্রমতে প্রতিদিন শিবের পুজো করলে জীবনের বড় বড় ফাঁড়া কেটে যায় সহজেই
#Lord Shiva #Bless #Mother