সংসারে সুখ আনতে ও সকল দুঃখ দূর করতে শ্রাবণ মাসে এই উপায়গুলি করুন!

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :-  আর মাত্র ১০ দিন পর আষাঢ় মাস শেষ হতে চলেছে। আর তার পরেই ১৪ জুলাই থেকে শুরু হবে এবং ১২ আগস্ট পর্যন্ত চলবে শ্রাবন মাস । এই মাসে পাঁচটা সোমবার পড়বে এবং মাসিক শিবরাত্রি আসবে। চতুর্মাসের প্রথম মাস হল শ্রাবণ মাস। চাতুর্মাসের সময় ভগবান বিষ্ণু যোগ নিদ্রায় লীন হন। এই সময়ে বিবাহ, গৃহপ্রবেশ ইত্যাদি শুভ কাজ করা হয় না। শ্রাবণ মাসে শিবকে খুশি করার জন্য কিছু বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হলে তিনিও সমস্ত দুঃখ দূর করেন এবং তাঁর মনোবাঞ্ছা পূরণ করেন। তবে চলুন শ্রাবণ মাসের কিছু কার্যকরী প্রতিকার সমন্ধে জেনে নেওয়া যাক —

আরো পড়ুন :- শনির প্রকোপ থেকে মিলবে মুক্তি, টানা ৮ শনিবার করুন এই কাজ

জীবনের দুঃখ ও গৃহের অশান্তি দূর করার প্রতিকার:- এই শ্রাবন মাসে প্রতিদিন বা প্রতি সোমবার  21টি বেল পাতায় শ্বেত চন্দন দিয়ে ‘ওম নমঃ শিবায়’ লিখে ভগবান শিবকে নিবেদন করুন। সমস্ত ঝামেলাও দূর হবে এবং সুখ ও সমৃদ্ধিও আসবে।

 

niladri misra

 

দাম্পত্য জীবনের সমস্যা দূর করার প্রতিকার:- বর্তমান সময়ে প্রচুর পরিমানে দাম্পত্য কলহ দেখা যাচ্ছে। এর থেকে মুক্তি পেতে শ্রাবন মাসে হাত দিয়ে একটি মাটির শিবলিঙ্গ তৈরি করুন। যেকোনো সোমবার এই শিবলিঙ্গে জাফরান-হলুদ মিশ্রিত দুধ দিয়ে অভিষেক করুন ও তারই সাথে পূজা করুন। আপনার দাম্পত্য জীবনে সুখ থাকবে।

ধনী হওয়ার প্রতিকার:- আপনি যদি অর্থের সংকটে অস্থির হয়ে থাকেন এবং আপনার আর্থিক অবস্থা মজবুত করতে চান, তাহলে শ্রাবণ মাসের যে কোনও দিন পূর্ব দিকে মুখ করে বাড়ির যে কোনও কোণে মসুর ডালের সাথে একটি ছোট শঙ্খ এবং ৭টি কড়ি রাখুন। তারপর কিছুক্ষণ বসে ‘ওম গণপতয়ে নমঃ’ মন্ত্র জপ করুন। যার ফলে কিছু দিনের মধ্যেই পার্থক্য দেখা যাবে। এরপর সম্পদের স্থানে কড়ি ও শঙ্খ রাখুন এবং মসুর ডাল গরিব দুঃখীকে দান করুন।

আরো পড়ুন :- কোন দিকে মাথা রেখে ঘুমানো শুভ ? দেখুন সঠিক বাস্তু টিপস

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

————————————————————————

জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র

বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।

চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর

ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন