সন্তানের ভবিষ্যৎ ধ্বংস করছে মা-বাবার এই আচরণ, এখনই এই ৪ টি অভ্যাস ত্যাগ করুন

By Bangla News Dunia Dinesh

Published on:

 

Bangla News Dunia, দীনেশ : প্রত্যেক মা-বাবার স্বপ্ন থাকে তাদের সন্তান যেন একজন মানুষের মত মানুষ হয়ে ওঠে। তবে অনিচ্ছাকৃত কিছু ভুল অভ্যাসের কারণে সন্তানরা সঠিক দিক হারিয়ে ফেলতে পারে। বিশেষজ্ঞদের মতে, মা-বাবার এমন কিছু আচরণ রয়েছে যেগুলি সন্তানের মনে গভীরভাবে প্রভাব ফেলে। তাই সময়মতো এই অভ্যাসগুলি বদলে ফেলাই সঠিক সিদ্ধান্ত। 

মা বাবার কোন অভ্যাস বদলানো জরুরী?

নিজের সন্তানকে মানুষের মত মানুষ তৈরি করতে যে অভ্যাসগুলি এখনই বদলে ফেলা দরকার সেগুলি হল-

১. ভুল স্বীকার করতে না পারা

অনেক ক্ষেত্রেই দেখা যায় সন্তানদের সঙ্গে তর্কের সময় মা-বাবা নিজেদের দোষ স্বীকার করে না। এই অভ্যাস সন্তানের মনে নেতিবাচক প্রভাব ফেলে। এর মাধ্যমে সন্তানরা শেখে যে, ভুল করলে তা অস্বীকার করা যায়। তাই যদি মা-বাবার কোন রকম ভুল হয়ে থাকে তা মেনে নেওয়া উচিত। এতে সন্তানরা সঠিক শিক্ষা পাবে এবং ভবিষ্যতে নিজেদের ভুল স্বীকার করতে পারবে।

আরো পড়ুন :- ২টো কম্পিউটার আর দুজনের টিম, মাসে মাসে ঘরে বসে আয় ১.৫ লক্ষ টাকা ! একদম নতুন ব্যবসা

২. সন্তানের কথা শোনা উচিত 

অনেক সময় সন্তানরা তাদের মনের কথা মা-বাবার সঙ্গে বলতে চায়। কিন্তু ব্যস্ততার কারণে বা অন্য কোন কারণে অভিভাবকরা সেটি গুরুত্ব দেয় না। এটি সন্তানের সঙ্গে মা-বাবার দূরত্ব বাড়িয়ে দেয়। এর ফলে সন্তানরা মনে করে তার অনুভূতিগুলি অবহেলা করা হচ্ছে। এই অবস্থায় মা বাবার উচিত সন্তানের সঙ্গে মনোযোগ দিয়ে কথা বলা এবং তার মনের কথাগুলোকে শোনা ও বোঝা। 

আরো পড়ুন :- সাংবাদিকের সঙ্গে প্রেমে মজে মেসি? মুখ খুললেন মার্তিনেজ়

৩. সন্তানের উপর অতিরিক্ত চাপ প্রয়োগ করা 

অনেক মা বাবা সন্তানের উপর অতিরিক্ত চাপ প্রয়োগ করেন। এর ফলে পরীক্ষার ফল, ক্যারিয়ার বা সমাজের সুনাম ধরে রাখার জন্য তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। এটি শিশুর আত্মবিশ্বাস নষ্ট করে এবং তাদের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলে।

৪. অন্যদের সঙ্গে তুলনা করা

সন্তানকে অন্যদের সঙ্গে তুলনা করা সব থেকে বড় ভুল। প্রতিটি শিশুর নিজস্ব প্রতিভা থাকে। তাই অন্যদের সঙ্গে তুলনা করার পরিবর্তে তাদের নিজেদের লক্ষ্য এবং স্বপ্ন পূরণের উৎসাহিত করা উচিত। 

আরো পড়ুন :- বরফে ঢাকা গ্রিনল্যান্ড কিনতে কেন এত মরিয়া হয়ে উঠেছেন ট্রাম্প? জানতে পড়ুন বিস্তারিত

সন্তানের প্রতি মা বাবার সঠিক আচরণ কেমন হওয়া উচিত?

  • সন্তান ভুল করলে কঠোর না হয়ে তাকে ধৈর্য ধরে বোঝান। 
  • সন্তানের মনের কথা শোনার জন্য সর্বদা সময় বার করতে হবে।
  • সঠিক এবং ভুলের পার্থক্য বুঝতে শেখান।
  • তাদের সাফল্য বা ছোট ছোট অর্জনকে আরো উৎসাহিত করে তুলুন।

সন্তানের ভবিষ্যৎ গঠনে মা-বাবার ভূমিকা

একজন অভিভাবক কেবল সন্তানের খাদ্য-বস্ত্র বা শিক্ষার সরবরাহকারী নন। তারা সন্তানের জীবনের প্রথম শিক্ষক। তাই মা-বাবার আচরণ, মনোভাব এবং সিদ্ধান্ত সন্তানের উপর মানসিক এবং শারীরিকভাবে সরাসরি প্রভাব ফেলে। 

মা-বাবার উচিত নিজেদের অভ্যাসের দিকে নজর দেওয়া এবং সন্তানের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে সব কিছুকে পরিবর্তন করে ফেলা। একটি সুস্থ পারিবারিক সম্পর্কই সন্তানকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে পারে এবং তাকে মানুষের মত মানুষ তৈরি করতে পারে।

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন