Bangla News Dunia, অজয় দাস :- সন্দেহ একটি বিরাট বিপদজনক জিনিস , যা মানুষের আয়ুকে কমিয়ে দেবার জন্য যথেষ্ট। কোনো সম্পর্কে অত্যাধিক সন্দেহ ওই সম্পৰ্কের ভীত দুর্বল করে দিতে পারে। সন্দেহ করার ভালো দিক ও মন্দ দিক দু – দিকই আছে।
একটি সম্পর্কে সামান্য পরিমান সন্দেহ থাকা ভালো এতে সম্পর্কের উভয় মানুষই কোনো ভুল কাজ করা থেকে বিরত থাকে। কারণ পিছনে একটি ভয় থাকে যে সে কিছু জানতে না পেরে যায়। আর যদি এই সন্দেহ বেশি পরিমানে হয়ে যায় তবে তা খারাপের দিকে যেতে পারে। কারণ বেশি সন্দেহের ফলে বিপরীতের লোকটি আপনার প্রতি অতিষ্ট হয়ে যেতে পারে।
যারা গোয়েন্দা সংস্থার সাথে জড়িত তাদের কাজ হলো মানুষকে সন্দেহের চোখে দেখা এই মানুষরা পেশাগত কারণেই এই কাজ করে থাকেন। তবে যারা সন্দেহ প্রবন মানষিকতার তাঁদের ক্ষেত্রে এই প্রবণতা ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। এমনকি বিজ্ঞানীরাও বলেছেন যে সন্দেহ প্রবণ মানষিকতা মানুষের আয়ু কমিয়ে দিতে পারে।
মার্কিন যুক্তরাষ্টের এক সমীক্ষায় দেখা গেছে – যারা জীবিত অবস্থায় ইতিবাচক চিন্তাভাবনা করেন তারা বেশিদিন বেঁচে থাকেন। গবেষণায় এও দেখা গেছে যাদের মধ্যে সন্দেহের প্রবণতা বেশি তাদের হার্ট অসুখের প্রবণতা বেশি। এই একই সমীক্ষায় দেখা গেছে বয়স্ক মানুষদের তুলনায় তরুণরা বেশি সন্দেহ প্রবন।
একটি গবেষণায় দেখা গেছে সন্দেহ প্রবন মানসিকতা ছেড়ে , উদার মনোভাবের সুন্দর জীবন যাপন করার ফলে সুখী ও দীর্ঘায়ু হতে পারে মানুষ।