সাপে কামড়ালে কি করবেন ? কি করবেন না ? দেখুন একনজরে

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : বিষধর সাপের কামড়ে অধিকাংশ ক্ষেত্রে মৃত্যুর মূল কারণ সচেতনতার অভাব। ওঝাদের মাধ্যমে অবৈজ্ঞানিক উপায়ে চিকিৎসা করা বা রোগীকে হাসপাতালে আনতে বিলম্ব করা এবং বিজ্ঞানসম্মত উপায়ে চিকিৎসা না করানোর ফলে অনেক প্রাণ অকালে চলে যায়। তাই বিষধর সাপ কামড়ালে কি করবেন ?

দেখুন একনজরে —-

১. সাপে কাটলে আতঙ্কিত না হয়ে নিরাপদ স্থানে বসে থাকুন। আক্রান্ত অঙ্গ নাড়াচাড়া করবেন না। কাপড়ের সাহায্যে আক্রান্ত স্থানটি বেঁধে ফেলুন। খুব বেশি শক্ত করে বাঁধবেন না কারণ রক্ত চলাচল বন্ধ হয়ে যেতে পারে। যেন আক্রান্ত অঙ্গ ও কাপড়ের মাঝে কষ্ট করে একটি আঙুল ঢোকানো যায়।

avilo home

২. আক্রান্ত স্থানে প্রচণ্ড ব্যথা অনুভব করলে, রক্তক্ষরণ হলে, চোখের পাতা পড়ে গেলে, হাত-পা অবশ হয়ে এলে ও শ্বাসকষ্ট হলে দেরি না করে রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হবে।

৩. সাধারণত নির্বিষ সাপের কামড়ে আক্রান্ত স্থানে অল্প ব্যথা, ফুলে যাওয়া বা অল্প ক্ষত সৃষ্টি হয়ে থাকে। তবে লক্ষণ থাকলেও ঝুঁকি নেওয়া ঠিক নয় রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া উচিত।

৪. প্রায় প্রতিটি হাসপাতালে এব জেলা সদর হাসপাতালে সাপের বিষের প্রভাব প্রতিরোধী ওষুধ (অ্যান্টিভেনোম) মজুত রয়েছে। বিষধর সাপে কাটা রোগীর জন্য একমাত্র চিকিৎসা।

৫. রোগীর শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে এলে কৃত্রিম অক্সিজেনের প্রয়োজনও হতে পারে। মনে রাখবেন, এসব চিকিৎসা শুধু হাসপাতালে করানো সম্ভব, অন্য কোথাও নয়।

যা করবেন না —–

১. আক্রান্ত স্থান কাটা যাবে না।

২. দড়ি দিয়ে খুব শক্ত করে বাঁধা যাবে না।

৩. আক্রান্ত স্থান থেকে মুখের সাহায্যে রক্ত বা বিষ টেনে বের করার চেষ্টা করবেন না।

৪. অ্যান্টিহিস্টামিন ইনজেকশন প্রয়োগ করবেন না।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন