সাবধান : স্নান করতে বাথরুমে ঢুকে শ্বাসরোধ হয়ে মৃত্যু কিশোরীর, নেপথ্যে গিজার

By Bangla News Dunia Dinesh

Published on:

 

Bangla News Dunia, দীনেশ :- শীতকালে অনেকেই গরম জলে স্নান করতে ভালোবাসেন। এজন্য ঠান্ডার মরশুমে বাড়ে গিজারের ব্যবহার। আর এই গিজারের কারণেই মৃত্যু হল এক কিশোরীর। শুক্রবার উত্তরপ্রদেশের কুলদীপ বিহার কলোনিতে ঘটনাটি ঘটেছে। মৃতের নাম মাহি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গিজার গ্যাস লিক হওয়ার কারণে শ্বাসরোধ হয়ে ওই কিশোরীর মৃত্যু হয়েছে।

আরো পড়ুন :- মেয়েদের ‘ফুলের মতো’ বললেন খামেনেই ! হিজাব বিতর্কের মাঝে অন্য ছবি ইরানে?

একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল মাহি নামে ওই কিশোরী স্নান করতে বাথরুমে ঢোকে। সেই সময় তার মা পাশের একটি দোকানে গিয়েছিলেন। মেয়ে আগেও একবার অজ্ঞান হয়েছিল। সেকারণে বাথরুমের দরজা বাইরে থেকে আটকে দিয়েছিলেন তিনি। ফিরে এসে মেয়েকে ডাকাডাকি করেন। কিন্তু বাথরুম থেকে মেয়ের কোনও সাড়া পাননি।

আরো পড়ুন :- কল্যাণী AIIMS কর্মী নিয়োগ হচ্ছে, মাসিক বেতন ৩০ হাজার টাকা

এরপর পরিবারের লোকেরা দরজা খুলে ভেতরে ঢুকে দেখতে পান, মাহি অচৈতন্য অবস্থায় পড়ে আছে। তাকে জওহরলাল নেহরু মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। শনিবার পুলিশ জানিয়েছে, বাথরুমে গিজারের গ্যাস লিকের কারণে শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে কিশোরীর। চিকিৎসকরাও বাথরুমে বাতাস চলাচলের অভাবকে দায়ী করেছেন।

আরো পড়ুন :- মহাকাশে সামরিক ঘাঁটি গড়বে ভারত, শূন্যে টহল দেবে সেনা

আরো পড়ুন:- হেয়ার অয়েল নাকি ভোজ্য তেল? নারকেল তেল নিয়ে বড় রায় সুপ্রিম কোর্টের

 

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন