সামনেই অক্ষয় তৃতীয়া ! জেনে নিন দিনক্ষণ ও শুভ মুহুর্ত

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : সামনেই অক্ষয় তৃতীয়া। এমন দিনে ঘরে মা লক্ষ্মীর কৃপা ধন্য হতে চান অনেকেই। অক্ষয় তৃতীয়ার সোনা কেনা নিয়ে রয়েছে এক প্রচলিত বিশ্বাস। এই দিনে সোনা, রুপো সহ দামী ধাতব জিনিস কেনা কাটার নেপথ্যে রয়েছে একাধিক পৌরাণিক কাহিনিও। সঙ্গেই দেখে নেওয়া যাক ২০২২ সালে অক্ষয় তৃতীয়ায় সোনা কেনার শুভ মুহূর্ত কখন ?

২০২২ অক্ষয় তৃতীয়ায় সোনা কেনার শুভ মুহূর্ত

২০২২ সালে ৩ মে পড়ছে অক্ষয় তৃতীয়া। এই দিনে শুভ মুহূর্ত শুরু হচ্ছে, ভোর ৫ টা ১৮ মিনিট থেকে, আর শুভ মুহূর্ত চলবে ভোর ৭ টা ৩২ মিনিট পর্যন্ত। ৩ রা মে অক্ষয় তৃতীয়ার দিন সকাল ৯ টা ৪৮ মিনিট থেকে সোনা কেনার শুভ সময় শুরু হচ্ছে, আর থাকবে ৪ ঠা মে ভোর ৬ টা ১৪ মিনিট পর্যন্ত।

মনে করা হয়, বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়ায় কোনও কিছু ঘরে আনলে, বা কোনও কাজ করলে তার ‘ক্ষয়’ হয় না। যা কিছু অর্জন করা হয়, তা কোনও দিনও নিঃশেষ হয় না। সেই থেকেই এই অক্ষয় তৃতীয়ার দিন সোনা কেনার প্রচলন রয়েছে, যাতে তা ঘরে এলে ক্ষয় না হয়, বজায় থাকে মা লক্ষ্মীর কৃপা। এই দিনে বিশেষ মুহূর্তে সোনা কিনলে বাড়বে অর্থ, যশ ও মান সম্মান।

-বলা হয়, শ্রীকৃষ্ণ তাঁর এক দরিদ্র সহচর সুদামা একবার শ্রীকৃষ্ণের সমস্ত খাবার খেয়ে ফেলেন। পরে তিনি বন্ধুবর শ্রীকষ্ণকে খাবার দিতে এক মুছো চাল নিয়ে আসেন। ঘটনা ছুঁয়ে যায় শ্রীকৃষ্ণের মন। সুদামার দারিদ্র ঘোচাতে এমন দিনে শ্রীকৃষ্ণ সুদামাকে আশীর্বাদ করেন, যাতে সুদামার অন্নাভাব কখনও না হয়।

-অক্ষয় তৃতীয়ার গোটা দিন যেকোনও জিনিস কেনার জন্য শুভ। বিনিয়োগ করতে পারেন জমি বা বাড়িতে। মা অন্নপূর্ণার আগমনের দিন। ফলে এমন দিনে সোনার জায়গায় অন্ন কিনেও ঘরে আনলে তা ক্ষয় হয় না বলে মনে করা হয়।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন