সুখী ও সমৃদ্ধশালী জীবন পেতে কি করবেন ? পড়ুন চানক্য নীতি

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : কৌটিল্য নামেও পরিচিত ছিলেন চাণক্য। তিনি ছিলেন একাধারে কূটনীতিজ্ঞ, রাজ-উপদেষ্টা, অর্থনীতিবিদ, দার্শনিক, শিক্ষক এবং সুবিচারক। তাঁর নীতি ব্যক্ত করে জীবনে সাফল্যের সঙ্গে এগিয়ে চলার পথের দিশা দিয়ে গিয়েছেন। চাণক্য একটি অসাধারণ পুস্তক রচনা করে গিয়েছেন যার নাম অর্থশাস্ত্র। এখনও বহু মানুষ সেই বইয়ে লেখা নীতি অনুসরণ করে চলেন।

তিনি তাঁর রচিত গ্রন্থে সবকটি নীতিই বিশ্লেষণ করলে বোঝা যায়, সমস্ত নীতিতেই রয়েছে বাস্তব জ্ঞান এবং শক্তিশালী যুক্তি। চাণক্যের নীতি অনুসরণ করলে সুখ ও শান্তির অভাব ঘটে না। দেখা যাক সুখী ও সমৃদ্ধশালী জীবন পেতে চাণক্য আমাদের কোন নীতি অনুসরণ করতে বলেছেন —-

১. বৃদ্ধ এবং নেতৃস্থানীয় ব্যক্তির প্রতি বিনয়ী হতে হবে। কথা বলতে হবে ধীরে এবং মধুর স্বরে।

technical coching 2

২. অস্থির মনকে শান্ত করুন। মন শান্ত হলে তবেই প্রকৃত বন্ধুকে চেনা যায়।

৩. অন্যের আনন্দে যারা দুঃখপ্রকাশ করে, তারা কোনওদিনই সুখী হতে পারে না। মনে তৃপ্তি না থাকলে কোনও কাজেই সফল হওয়া যায় না।

৪. চাণক্য মতে রাগ হল আমাদের সবচাইতে বড় শত্রু। কারণ ক্রোধান্বিত অবস্থায় কোনও সিদ্ধান্তই সঠিকভাবে নেওয়া সম্ভব হয় না।

৫. কখনওই অন্ধভাবে বিশ্বাস করে নিজের সবচাইতে বড় গোপনীয় কথাটি কারও কাছেই ব্যক্ত করা উচিত নয়। সবচাইতে নিকট ব্যক্তিটিই আমাদের সবচাইতে বড় শত্রু হয়ে উঠতে পারে।

আরো পড়ুন :- ভারতের উপর রাজত্ব করা “ব্রিটেন” অন্ধকারে ডুবতে চলেছে ! গভীর সংকট ইউরোপেও

৬. যে জীবন আমরা পেয়েছি তা খুবই ছোট। আমরা আমাদের ভুল থেকেই শিক্ষা নিই। সুতরাং একজন ব্যক্তির উচিত নিজের ভ্রান্তির প্রতি মনোযোগী হওয়া।

৭. কখনওই লোভের দ্বারা পরিচালিত হওয়া উচিত নয়। লোভের বশবর্তী হলে বারংবার ভুল পদক্ষেপ নেওয়ার আশঙ্কা বাড়ে।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন