Bangla News Dunia , পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী :- প্রচলিত বিশ্বাস অনুসারে ধনতেরসে নতুন জিনিস কিনলে তা জীবনে সৌভাগ্য নিয়ে আসে। বিশেষ করে এই দিনে সোনা এবং রুপোর জিনিস কেনা উচিত। দীপাবলির সূচনা হয় ধনতেরস দিয়েই। দীপাবলি নিয়ে আলাদা করে কিছু বলার নেই। পঞ্চাঙ্গ অনুসারে, চান্দ্র মাসে আশ্বিনে পালিত হয় দীপাবলি।
আরো পড়ুন :- শনিবার কিনবেন না বেশ কিছু জিনিষ, না হলে পড়বেন বিপদে
হিন্দু ক্যালেন্ডার অনুসারে, চলতি বছরে ধনতেরস পড়ছে রবিবার ২৩ অক্টোবর। মা লক্ষ্মীর সঙ্গে ধনদেবতা কুবেরকেও আবাহন করা হয় নতুন জিনিস কেনার মধ্যে দিয়ে। তবে জ্যোতিষ শাস্ত্র অনুসারে, ভুল জিনিস কিনলে সেক্ষেত্রে সৌভাগ্যের বদলে গৃহে প্রবেশ করতে পারে দুর্ভাগ্য!
ধনতেরসে সৌভাগ্য আকর্ষণ করতে কী কিনবেন ?
১. সোনা বা রুপোর জিনিস কিনতেই পারেন, তবে শুভ সময় দেখে তারপরেই কিনুন। মা লক্ষ্মী বা গণেশের মূর্তির ছাপ দেওয়া সোনার কয়েনও কিনতে পারেন।
২. বাসনকোশন কিনতে হলে রুপো বা পিতলের বাসনকোশনই কিনুন।
৩. ধনতেরসের দিনে নতুন ফার্নিচার কিনতেও পারেন।
৪. টেলিভিশন, ল্যাপটপ, ফ্রিজ, মাইক্রোওয়েভ-এর মতো ইলেক্ট্রনিক্স-এর জিনিসও কিনতে পারেন।
ধনতেরসে কী কী কিনবেন না ?
১. ধনতেরসের সময় কোনওভাবেই ভুল করেও ছুরি, কাঁচি, সুচের মতো তীক্ষ্ম বস্তু জিনিস কিনবেন না।
২. কালো রঙের কোনও বস্তুই কেনা চলবে না।
৩. ভুল করেও এই দিনে অ্যালুমিনিয়াম এবং প্লাস্টিকের জিনিস কেনা উচিত হবে না।
আরো পড়ুন :– রাহু-কেতুর রাখাপ প্রভাব দূর করতে করুন এই কাজ
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী
বিদ্যা , বিবাহ , প্রেম , ব্যবসা , চাকরি , সাংসারিক অশান্তি , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , বাস্তু , মামলা মকরদমা , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , শনির সাড়েসাতি , কালসর্প দোষ , গ্রহণ দোষ যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন। দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন। অনলাইনে সমস্ত সমস্যার সমাধান করা হয়। দক্ষিনা মাত্র ৪০০ (400) টাকা।
চেম্বার – দীর্ঘ ২০ বছর ধরে নিজ গৃহে সেবা করা হয়। ঠিকানা – চৌবেড়িয়া , নিমতলা , পশ্চিমপাড়া , উত্তর ২৪ পরগণা।
চেম্বার – দেবনাথ জুয়েলার্স, চাকদাহ বনগ্ৰাম রোড় নদীয়া, ভারতি শ্রীমা হলের বিপরীতে, প্রতি রবিবার বিকেলে 3 টা থেকে সন্ধ্যা 7 টা পর্যন্ত ।
ফোন – 9732789314 , 7407388282 ( What’s App ) ( প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকলের সাথে সাক্ষাৎ করা হয় )