স্বামী বিবেকানন্দের অমূক বাণী ! বদলে যাবে জীবন

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : ১৮৬২ সালের ১২ জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন নরেন্দ্রনাথ দত্ত অর্থাৎ স্বামী বিবেকানন্দ (Swami Vivekananda)। বাঙালি তথা দেশবাসীর কাছে বিবেকানন্দ এক আবেগ- প্রেরণার নাম। তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে, প্রতি বছর দেশজুড়ে তাঁর জন্মদিনে নেওয়া হয় নানা কর্মসুচি। ১২ জানুয়ারি দিনটা জাতীয় যুব দিবস (National Youth Day) হিসেব পালিত হয় গোটা দেশে।

স্বামী বিবেকানন্দের শিক্ষামূলক, অনুপ্রেরণামূলক সেরা কিছু বাণী ও উক্তি (Swami Vivekananda Quotes) আজও অনুপ্রাণিত করে শুধু যুবসমাজ না, সকল ভারতবাসীকে। জানুন স্বামী বিবেকানন্দর কিছু ইতিবাচক বাণী, যা আপনার জীবনে অবশ্যই কাজে লাগবে।

স্বামী বিবেকানন্দের বাণী

* ‘যারা তোমায় সাহায্য করেছে, তাঁদের কখনও ভুলে যেও না। যারা তোমাকে ভালোবাসে, তাদের কোনও দিন ঘৃণা করো না। আর যারা তোমাকে বিশ্বাস করে, তাদের কখনও ঠকিয়ো না।’

* ‘ওঠো, জাগো এবং তোমার লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত থেমো না।’

* ‘জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর’।

* ‘এমন কাজ করে চলো যে তুমি হাসতে হাসতে মরবে আর জগৎ তোমার জন্য কাঁদবে।’

আরো পড়ুন :- বরফে ঢাকা গ্রিনল্যান্ড কিনতে কেন এত মরিয়া হয়ে উঠেছেন ট্রাম্প? জানতে পড়ুন বিস্তারিত

* ‘মনের শক্তি সূর্যের কিরণের মত, যখন এটি এক জায়গায় কেন্দ্রীভূত হয় তখনই এটি চকচক করে ওঠে।’

* ‘এক দিনে বা এক বছরে সফলতার আশা কোরো না। সবস ময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে থাকো।’

* ‘যতদিন বেঁচে আছেন, শিখুন। অভিজ্ঞতা হল পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক।’

* ‘তুমি খ্রিষ্টের মতো ভাবলে তুমি একজন খ্রিষ্টান, তুমি বুদ্ধের মতো ভাবলে তুমি একজন বৌদ্ধ। তোমার ভাবনা, অনুভূতিই তোমার জীবন, শক্তি, জীবনীশক্তি। যতই বুদ্ধি দিয়ে কাজ করো, এগুলি ছাড়া ভগবানের কাছে পৌঁছনো সম্ভব নয়।’

* ‘উঠে দাঁড়াও, শক্ত হও, দৃপ্ত হও। যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে নাও। আর এটা সব সময় মাথায় রেখো, তুমিই তোমার নিয়তির স্রষ্টা। তোমার যে পরিমাণ শক্তি প্রয়োজন, সবটা তোমার মধ্যেই রয়েছে। সুতরাং নিজের ভবিষ্যত্‍‌ নিজেই তৈরি করে নাও।’

* ‘সারাদিন চলার পথে যদি কোনও সমস্যার সম্মুখীন না হও, তাহলে বুঝবে তুমি ভুল পথে চলেছ।’

আরো পড়ুন :- সাংবাদিকের সঙ্গে প্রেমে মজে মেসি? মুখ খুললেন মার্তিনেজ়

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন