Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : চন্দ্র গ্রহণ হতে চলেছে আগামী ১৬ মে। এটিই হবে এই বছরের প্রথম চন্দ্রগ্রহণ। এর আগে গত ৩০ এপ্রিল বছরের প্রথম সূর্যগ্রহণ হয়। সূর্যগ্রহণের পর এবার চন্দ্রগ্রহণের পালা। এটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হতে চলেছে। এই বছর মোট দুটি চন্দ্রগ্রহণ হবে। তার মধ্যে প্রথম চন্দ্রগ্রহণ হবে এই মাসেই, আগামী ১৬ মে এবং দ্বিতীয় চন্দ্রগ্রহণ হতে চলেছে ৮ নভেম্বর। এই দুটিই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে। দেখে নেওয়া যাক এই বছরের প্রথম চন্দ্রগ্রহণের সময় ও কোথা থেকে গ্রহণ দেখা যাবে এবং এর সূতক সময় ?
বছরের প্রথম চন্দ্রগ্রহণের সময় —-
এই বছরের প্রথম চন্দ্রগ্রহণ হতে চলেছে আগামী ১৬ মে ২০২২। ভারতীয় সময় অনুসারে সকাল ৮.৫৯ টা থেকে ১০.২৩ টা পর্যন্ত গ্রহণ চলবে। দিনের বেলা গ্রহণ লাগায় ভারতের কোনও অংশ থেকেই গ্রহণ দেখতে পাওয়ার কোনও সম্ভাবনা নেই। গ্রহণ আমাদের দেশে থেকে দেখা যাবে না বলে সূতক কালও ধার্য হবে না।
কোথা থেকে দেখা যাবে চন্দ্রগ্রহণ?
বছরের প্রথম চন্দ্রগ্রহণ দেখা যাবে দক্ষিণ-পশ্চিম ইওরোপ, দক্ষিণ-পশ্চিম এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকার বেশিরভাগ অংশ, দক্ষিণ আমেরিকা, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, অ্যাটলান্টিক এবং অ্যান্টার্কটিক
চন্দ্রগ্রহণের সূতককাল
চন্দ্রগ্রহণ শুরুর ৯ ঘণ্টা আগে থেকে সূতককাল শুরু হয়। ধার্মিক বিশ্বাস অনুসারে সূতককালে কোনও শুভ অনুষ্ঠান করা যায় না। এই বছরের দুটি চন্দ্রগ্রহণই হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। সূর্যের চারপাশে ঘুরতে ঘুরতে পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝখানে এমন ভাবে চলে আসে, যাতে সূর্যের আলো একদমই চাঁদের উপর গিয়ে পড়তে পারে না। এর ফলে পৃথিবীর ছায়ায় চাঁদ ঢাকা পড়ে যায়।
পুরাণ অনুসারে রাহু ও কেতু সূর্য ও চন্দ্রকে গিলে ফেললে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ হয়। কিন্তু রাহু ও কেতুর মাথা কাটা থাকায় একটু পরেই গ্রহণের গ্রাস থেকে সূর্য ও চন্দ্র মুক্তি পায়।
আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল