Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- হনুমান চালিশা অনেকেই পাঠ করেন। কিন্তু হনুমান চালিশা পাঠের সঠিক নিয়ম জানেন না অনেকেই। হনুমান চালিশা পাঠ করলে মোক্ষ লাভ হয়, ভয় থেকে মুক্তি হয়, সাহস বৃদ্ধি হয়, আর্থিক সঙ্কট দূর হয়, শিক্ষার্থীদের ক্ষেত্রে বুদ্ধি ও ব্যবহারকৌশল বৃদ্ধি পায় ৷ তবে সঠিক নিয়ম না মেনে হনুমান চালিশা পাঠ করলে হতে পারে খারাপ পরিণতি। হিন্দু শাস্ত্র মতে, হনুমান চালিশা পাঠের সঠিক সময় মঙ্গলবার ৷ প্রতিদিন নিয়মিত হনুমান চালিশা পাথ করা যায় ৷ কিন্তু কেউ নতুন পাঠ শুরু করতে চাইলে মঙ্গলবারই প্রথমদিন হওয়া উচিৎ। নাহলে শুভ ফল লাভ হয় না। দেখে নিন হনুমান চালিশা পাঠের নিয়মগুলি।
আরো পড়ুন :- কোন দিকে মাথা রেখে ঘুমানো শুভ ? দেখুন সঠিক বাস্তু টিপস
১. যেকোনও মঙ্গলবার স্নান সেরে শুদ্ধ বস্ত্রে বজরংবলীর পুজো করুন কুশ অথবা কোনও আসনে বসে। এরপর হনুমান চালিশা পাঠ শুরু করুন।
২. হনুমান চালিশা পাঠ শুরুর আগে সর্বদা গনেশের আরাধনা অবশ্যই করবেন৷
৩. এরপর বজরংবলীর সামনে ধূপকাঠি এবং প্রদীপ জ্বালিয়ে, ফুল অর্পণ করে পাঠ শুরু করুন।
৪. চালিশা পাঠ শেষ করে অবশ্যই শ্রীরামকে স্মরণ করুন।
৫. এরপর বজরংবলীকে বোঁদে এবং বেসনের লাড্ডু ভোগ হিসেবে নিবেদন করুন।
আরো পড়ুন :- ঘুম থেকে উঠেই দেখবেন না বেশ কিছু জিনিষ ! আপনার দিনটা ভালো যাবে
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)