১০০ টাকা করে জমিয়ে হাতে গরম ২ লক্ষ টাকার বেশি, পোস্ট অফিসের সুপার ধামাকা স্কিম সম্পর্কে জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

POST OFFICE SCHEME

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ভবিষ্যতে যেকোনও ধরনের জরুরি অবস্থা মোকাবিলা করার জন্য প্রত্যেক ব্যক্তিকে অবশ্যই অর্থ সঞ্চয় করতে হবে। এর জন্য সর্বোত্তম বিকল্প হল কোনও স্কিমে অর্থ বিনিয়োগ করা। চাইলে আপনার টাকা বাজারে বিনিয়োগ করতে পারেন। তবে বাজারে টাকা হারানোর ভয় থাকে। যদি অর্থ বিনিয়োগের জন্য একটি ঝুঁকিমুক্ত স্কিম খুঁজছেন, তাহলে পোস্ট অফিস স্কিমে অর্থ বিনিয়োগ করতে পারেন।

এছাড়া, একটি স্কিম আছে যেখানে অল্প অল্প করে বিনিয়োগ করে লক্ষ টাকার তহবিল যোগ করতে পারেন। পোস্ট অফিস রিকারিং ডিপোজিট বা আরডি হল সেরকম একটি স্কিম। যদি দৈনিক মাত্র ১০০ টাকা সঞ্চয় করেন, আর আরডি-তে বিনিয়োগ করেন, তাহলে লাখ টাকার তহবিল জমা করতে পারেন।

আরো পড়ুন:– লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু, বিধবা ভাতা সহ একাধিক প্রকল্পের টাকা পেতে নতুন নিয়ম, না জানলে সমস্যায় পড়বেন

পোস্ট অফিস রেকারিং ডিপোজিট (RD)
প্রতিদিন ১০০ টাকা সঞ্চয় করে পুরো মাসে ৩,০০০ টাকা সাশ্রয় করবেন। এই টাকা পোস্ট অফিস আরডি-তে প্রতি মাসে ৫ বছরের জন্য বিনিয়োগ করতে হবে। প্রতি মাসে আরডি ৩০০০ টাকা বিনিয়োগ করে, এক বছরে আরডি-তে ৩৬ হাজার টাকা বিনিয়োগ করবেন। ৫ বছরের জন্য আরডি-তে ১,৮০,০০০ টাকা বিনিয়োগ করবেন। আরডিতে ৬.৭ শতাংশ হারে সুদ পাবেন। ৫ বছর পরে পুরো ২,১৪,০৯৭ টাকা পাবেন, যার মধ্যে ৩৪,০০০ টাকা হবে শুধুমাত্র সুদ।

আরডি অকালে ম্যাচিওর হলে ক্ষতি হবে
তবে যদি এটি ম্যাচিওরিটি হওয়ার আগে আরডি বন্ধ করেন, তাহলে পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টের সুদের হারে সুদ পাবেন। বর্তমানে পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টে সুদের হার মাত্র ৪ শতাংশ।

আরো পড়ুন:কলকাতাতেও বিষাক্ত বাতাস, দায়ী বিরিয়ানিও? পরিবেশবিদরা কি বলছেন, জানুন

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- মণিপুর সংকটের অবসানে চাই হস্তক্ষেপ, রাষ্ট্রপতিকে চিঠি খাড়গের

আরো পড়ুন :- সরল বাধা, পার্পল লাইনে দুরন্ত গতিতে হবে মেট্রোর কাজ! জোকা-বিবাদী বাগ রুট নিয়ে সুখবর

আরো পড়ুন :- বন্দে ভারতের খাবারে পোকা! অভিযোগ উঠতেই ক্যাটারিং সংস্থাকে ৫০ হাজার ফাইন রেলের

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন