Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- ২০২৩ সালের ১৮ ফেব্রুয়ারি মহাশিবরাত্রি পালিত হতে চলেছে। মনে করা হয় শিবরাত্রির বিশেষ তিথিতে দেবী পার্বতীর সঙ্গে মহাদেবের বিবাহ সম্পন্ন হয়েছিল। এই পূণ্যতিথির সময়ে চলতি বছরে ৩০ বছর পর শুভ সময়কাল শুরু হতে চলেছে। এই সময়ে পিতা ও পুত্রের অথাৎ ‘সূর্য ও শনির’ কুম্ভ রাশিতে যুতির ফলে দুর্লভ দুগ্ধ শর্করা যোগ তৈরি হচ্ছে।
আরো পড়ুন :- মহাশিবরাত্রিতে বিশেষ ফুল দিয়ে করুন শিবের পূজা ! পাবেন সুখ-সমৃদ্ধি
যার ফলে এই মহাশিবরাত্রি এক বিশেষ দুর্লভ যোগ সংগঠিত হতে চলেছে। মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে পালিত হতে চলা এই বছরের শিবরাত্রিতে বিশেষ যোগের ফলে রাশিচক্রের একাধিক রাশি লাভবান হতে চলেছে। কথিত রয়েছে, এমন শুভ তিথিতে যাঁরা দেবাদিদেব মহাদেবের কাছে নিজের জন্য বরদান প্রার্থনা করেন, তাঁরা সেটাই পান। তবে চলুন দেখে নেওয়া যাক, এই বছরের শিবরাত্রিতে ভাগ্যবান রাশি কারা।
১. কুম্ভ রাশি :- কুম্ভে শনি থাকার ফলে যেই দুর্লভ যোগ তৈরি হচ্ছে তাতে লোহা সংক্রান্ত ব্যবসায়ীরা ব্যাপকভাবে লাভবান হবেন। এরই সাথে টাকার দিক থেকে হবেন লাভবান। এই সময় কোনো সরকারি কাজ আটকে থাকলে তা সম্পন্ন হতে পারে। এই রাশির মানুষদের প্রেমজীবন সুখে শান্তিতে কাটবে। অবিবাহিতদের বিবাহের যোগ তৈরি হবে। এই সময় ধন সম্পত্তি পেতে পারেন বিভিন্ন জায়গা থেকে।
২. বৃষ রাশি :- সূর্য ও শনির এই বিশেষ যুতির ফলে প্রেমের সম্পর্ক আগের থেকে ভালো হবে। আপনার সঙ্গীর সঙ্গে সম্পর্ক আগের থেকে হবে ভালো। এই সময় কোনো আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন। বন্ধুদের সঙ্গে সম্পর্ক আগের থেকে ভালো হবে। এই সময় আপনার মায়ের স্বাস্থ্য ভালো থাকবে।
৩. মেষ রাশি :- মহাশিবরাত্রির সময়কালে শনি ও সূর্যের যুতি বহু রাশিতে পড়তে চলেছে। এই সময় এই রাশির বিদেশ যাওয়া সম্পর্কিত ঘটনায় বিভ্রান্তি দূর হবে। এই সময় স্বাস্থ্য সম্পর্কীয় সমস্যা থেকে রেহাই পাবেন। টানা ৩০ দিন স্বাস্থ্যের সমস্যা আর দেখা দেবে না।
৪. তুলা রাশি :- সূর্য ও শনির এই যুতির ফলে আর্থিক দিক থেকে লাভবান হবেন এই রাশির মানুষরা। বহুদিন ধরে যদি কোর্ট সংক্রান্ত কোনো মামলায় জড়িয়ে যান, তাহলে এখন তা থেকে রেহাই পাওয়ার সময়। এই সময়টি বিনিয়োগের জন্য ভালো সময় হতে চলেছে। এখন বিনিয়োগ করা টাকায় আপনি বহুদিন ধরে লাভ পাবেন।
আরো পড়ুন :- অর্থহানি, দম্পতিদের ঝামেলা – শনির ‘কুনজরে’ জীবন অভিশপ্ত হবে এই ৪ রাশির মানুষের
আরো পড়ুন :- জ্যোতিষ শাস্ত্র মতে, বাস্তু দোষ দূর করতে এই টোটকা গুলি পালন করুন
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)