Chanakya Niti : চাণক্যের মতে , পরিশ্রম ও সততার পথে ধনলাভ , ধোঁকা নয়

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia, অজয় দাস :- আজ থেকে কয়েকশো বছর আগে চানক্য যে সব কথা বলে গেছেন আজও তা প্রাসঙ্গিক। তার বাণী বর্তমান আধুনিক যুগেও সমান ভাবে কার্যকর। আচার্য্য চানক্য ছিলেন রাজনৈতিক , অর্থশাস্ত্রী , জ্যোতিষজ্ঞানী , কূটনৈতিক , শিক্ষাবিদ ও মহাপন্ডিত। তিনি তার জীবিত কালে বিভিন্ন বিষয়ের উপরে তার মত প্রকাশ করে গেছেন। তিনি অর্থলাভ ও সেই অর্থ ধরে রাখার জন্য কিছু পরামর্শ দিয়েছেন। চলুন সেইগুলি জেনে নেওয়া যাক।

chanakya

আরো পড়ুন :- বর্তমান সময়ের একদম নতুন ব্যাবসায়ী আইডিয়া। যেটি করে আপনি প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন।

আচার্য্য পন্ডিত চাণক্যের মতে , কোনো ব্যাক্তি কউকে ধোঁকা দিয়ে বড় হতে পারেন না। তিনি বলেন কউকে ধোঁকা দিয়ে যেই ব্যাক্তি অর্থ উপার্জন করেন তাকে মা লক্ষী একদমই পছন্দ করেন না। যারা এই ধোঁকা দিয়ে অর্থ উপার্জন করেন তাদের কাছে বেশিদিন এই অর্থ থাকে না। ধনের দেবী মা লক্ষী রুষ্ট হন বলে এই অর্থ একসময় হারিয়ে যায় এবং কঠিন সমস্যার সমুখীন হতে হয় ওই ব্যাক্তিকে।

avilo digital marketing

আচার্য্য পন্ডিত চাণক্যের মতে , যারা পরিশ্রম করে অর্থ উপার্জন করেন তাদের মা লক্ষী ভীষণ পছন্দ করেন। এই সকল পরিশ্রমী ব্যাক্তিদের উপর মা কখনোই বিরূপ হন না। তাই অর্থ লাভ করতে চাইলে পরিশ্রম করতে হবে এবং সর্বদা পরিশ্রম করার জন্য প্রস্তুত থাকতে হবে।

আচার্য্য পন্ডিত চাণক্যের মতে , যারা সৎ ও ন্যায়ের পথে থাকে তাদের প্রতি মা সর্বদা কৃপা করেন। আচার্য্যের মতে এই সকল ব্যাক্তিদের কখনোই ধনের অভাব হয়না। যাদের কাছে পর্যাপ্ত অর্থ সর্বদা থাকে। এমনকি এই সকল ব্যাক্তিরা সৎ ও ন্যায়ের পথে চলার জন্য সবর্দা পরিবারে সুখ ও সাচ্ছন্দ থাকে।

আরো পড়ুন :- চাণক্যের মতে , এই অভ্যাস গুলি মানুষকে দরিদ্রতার দিকে ঠেলে দেয়

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন