Bangla News Dunia, অজয় দাস :- নিজেকে আরো সুন্দর করে তুলতে সকলেই প্রায় মেকআপ করে থাকেন। তবে আমাদের দেশের আবহাওয়ার জন্য এই মেকআপ দীর্ঘস্থায়ী হয় না। তার সাথে গরম কালের ঘাম ও ধুলো বালি মেকআপ নষ্ট করে দেয়। এই সমস্যায় ভোগেন প্রায় সকলেই। আপনি কি ভাবে মেকআপ দীর্ঘস্থায়ী করবেন তার জন্য রইলো কিছু টিপস –
১. মেকআপ করার আগে সর্বপ্রথম মুখ ভালো করে ধুয়ে নিন। তবে কোনো খাঁর জাতীয় সাবান দিয়ে মুখ ধোবেন না। এই খাঁর আপনার মুখের বিভিন্ন কোষের ক্ষতি হতে পারে। সাবানের বদলে আপনি একটি চিনি ও জল মিশিয়ে মুখে ভালো করে মাখুন। এবার মুখ ভালো করে ধুয়ে নিন।
এছাড়া আপনি অভনের ফ্রেশ ওয়াশ ব্যবহার করতে পারেন। যা আপনার মুখের ফর্সা ভাব আনতে সাহায্য করবে। আপনি অভনের যে কোনো ফ্রেশ ওয়াশ ব্যবহার করতে পারেন। যেটি আপনার পক্ষে উপযোগী সেটি ব্যবহার করতে পারেন। আপনি অভনের ফ্রেশ ওয়াশ দেখতে চাইলে নিচের লিঙ্কে ক্লিক করে দেখতে পারেন।
২. মুখ ভালো করে ধুয়ে ফেলার পরে মুখে প্রাইমার মাখুন। আপনার মুখের মেকআপ ধরে রাখার কাজ করবে এই প্রাইমার। একটু প্রাইমার নিয়ে সারা মুখে মাখুন। তবে যেখানে কালো দাগ আছে সেখানে একটু বেশি মাখুন।
৩. এরপর ম্যাট জাতীয় ফাউন্ডেশন ব্যবহার করুন। মুখে এই ফাউন্ডেশন ভালো করে লাগিয়ে একটু অপেক্ষা করুন ও তার পর মুখে একটু জল ছিটিয়ে নিন ও আবার একটু অপেক্ষা করুন। তার পর এই জল টিসু দিয়ে আলতো করে মুছে ফেলুন।
[ আরো পড়ুন :- কি কি কারণে মেয়েদের অনিয়মিত পিরিয়ড হয় ! জেনে রাখুন ]
৪. এবার সব শেষে গায়ের রঙের সাথে ম্যাচ করে ফেস পাউডার লাগান। মুখে উজ্জ্বলতা ও চিক চিক আনতে শিমার পাউডার ব্যবহার করতে পারেন। এই পাউডারটি দেখার সুবিধার জন্য নিচে লিঙ্ক দিয়ে দেওয়া হল –