পার্কস্ট্রিটের আলোয় “অন্ধকার লিপিগুচ্ছ”।

By Bangla news dunia Desk

Updated on:

rajesh-chatterjee

Bangla News Dunia , সায়েকা মুখোপাধ্যায় :- গতমাসের ১৪-ই অক্টোবর শনিবার, বিকেল ৫টায় অক্সফোর্ড বুক স্টোর, পার্কস্ট্রিটে ‘বইওয়ালা বুক ক্যাফে’ থেকে প্রকাশিত হলো কবি রাজেশ চট্টোপাধ্যায়ের ষষ্ঠ কাব্যগ্রন্থ ‘অন্ধকার লিপিগুচ্ছ’। এই আলাপি আয়োজনে ছিলেন কলকাতা পুলিশের বন্ধুমহল বুদ্ধদেব মুখোপাধ্যায়, ইন্দ্র নারায়ণ চৌধুরী সহ বিভিন্ন থানার কর্তারা। ছিলেন বিশিষ্ট কবি সুমন গুণ, শান্তনু বসু, রাহুল মিত্র, চণ্ডী মুখোপাধ্যায়, গৌতম রায়, চৈতালী চট্টোপাধ্যায়, মোহম্মদ শাহাবুদ্দিন ফিরোজ এবং বিশিষ্টরা। কথা সমণ্বয়ে ছিলেন লিসা। শেষে ছিল কবিতা পাঠ। কবিতা পাঠ করেন, বিশিষ্ট কবি শ্যামশ্রী রায় কর্মকার, আবৃত্তি শিল্পী নীলাঞ্জনা চট্টোপাধ্যায়, মিঠু নাথ কর্মকার, অনন্যা রায় মুখোপাধ্যায়, আবিরলাল মুখোপাধ্যায়, রূপ বন্দোপাধ্যায়, শুভব্রত আচার্য্য, দেবকান্ত মাজী ও দেবলীনা পান্ডা।

 

rajesh chatterjee
অনুষ্ঠান শেষে বন্ধুদের সাথে আড্ডার মেজাজে রাজেশ চট্টোপাধ্যায়।

 

rajesh-chatterjee

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন