Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- আমাদের জীবনে বিভিন্ন গাছ ও ফুলের বিশেষ গুরুত্ব রয়েছে। অনেক গাছ বাড়িতে বসালে সুখ ও সৌভাগ্য আমাদের উপর বর্ষিত হয়। এমনই একটি গাছ হল অপরাজিতা। নীল অপরাজিতা ফুলের গাছ পজিটিভ এনার্জি নির্গত করে। সেই কারণে এই গাছ বাড়িতে বসানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। সেই বাড়িতে দেবী লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা বর্ষিত হয়।
আরো পড়ুন :- শনির কারণে আগামী অক্টোবর মাস পর্যন্ত ভোগান্তি চলবে এই ৫ রাশির মানুষদের, আপনার রাশি রয়েছে ?
অপরাজিতা ফুল বিষ্ণুকাঁটা নামেও পরিচিত। নীল ও সাদা রঙের হয় এই গাছের ফুল। হিন্দু ধর্মে মনে করা হয় যে নীল অপরাজিতা ফুল শ্রীবিষ্ণুর অত্যন্ত প্রিয়। এই ফুল গাছ বাড়িতে থাকলে সেই বাড়িতে সর্বদা দেবী লক্ষ্মীর কৃপাদৃষ্টি থাকে। সেই বাড়িতে কখনো সমৃদ্ধির অভাব হয় না। জেনে নিন বাড়ির কোন দিকে অপরাজিতা গাছ লাগালে বেশি উপকার পাওয়া যায় ?
১. বাস্তু অনুসারে বাড়িতে থাকা নীল অপরাজিতা গাছ নেগেটিভ এনার্জি শুষে নেয় এবং পজিটিভ এনার্জি আনে।
২. যেই বাড়িতে নীল অপরাজিতার গাছ থাকে, সেই বাড়িতে দেবী লক্ষ্মীর কৃপাদৃষ্টি সব সময় বিরাজ করে। বাড়ির সদস্যরা কঠোর পরিশ্রম করতে ভয় পান না। এরা সাফল্য অর্জন করেন।
৩. প্রভাবে প্রতিপত্তি উন্নত হয়। তাই যে বাড়িতে অপরাজিতা গাছ থাকে, সেই বাড়ির সদস্যরা বুদ্ধিমান হয়ে থাকেন।
আরো পড়ুন :- স্বামী-স্ত্রীর মধ্যে মতের অমিল হচ্ছে ? এই সহজ নিয়ম পালনে দাম্পত্য সম্পর্কের উন্নতি হবে
৪. নীল অপরাজিতা ফুল দিয়ে শনি পুজো করলে তিনি খুশি হন। অপরাজিতা ফুল ব্যবহার করে শনির দশা থেকেও মুক্তি পাওয়া যায়।
৫. বাড়ির উত্তর দিকে অপরাজিতা ফুলের গাছ বসানো অত্যন্ত শুভ। সুখ ও সমৃদ্ধি সব সময় বজায় থাকে। ভুলেও বাড়ির পশ্চিম বা দক্ষিণ দিকে অপরাজিতা গাছ লাগাবেন না।
আরো পড়ুন :– সংসারে সুখ আনতে ও সকল দুঃখ দূর করতে শ্রাবণ মাসে এই উপায়গুলি করুন!
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)