Bangla News Dunia, Pallab : নতুন মাস মানেই একগুচ্ছ নতুন নিয়ম। ২০২৫ সালের ১লা মার্চ থেকে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম বদলাতে চলেছে, যা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার উপর সরাসরি প্রভাব ফেলবে। এই পরিবর্তনগুলি UPI পরিষেবা শুরু করে এলপিজি সিলিন্ডারের দাম, মিউচুয়াল ফান্ডের নিয়ম এবং FD-তে সুদের হার, বিভিন্ন ক্ষেত্রে প্রযোজ্য হবে। আসুন দেখে নেওয়া যাক মার্চ মাস থেকে কী কী পরিবর্তন আসতে চলেছে।
আরও পড়ুন : RBI-এর বড় ঘোষণা, ব্যাঙ্ক থেকে ২৫ হাজার টাকার বেশি তোলা যাবে না !
১) UPI-তে আসছে নতুন সুবিধা
১লা মার্চ থেকে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস (UPI)-এ যুক্ত হতে চলেছে নতুন Insurance-ASB (Application Supported by Block Amount)-এর সুবিধা। এর ফলে জীবন এবং স্বাস্থ্য বীমা গ্রাহকরা খুব সহজেই তাদের প্রিমিয়াম শোধ করতে পারবে। এমনকি তারা অগ্রিম টাকা ব্লক করে রাখতে পারবে, যা অনুমোদনের পর স্বয়ংক্রিয় ভাবে বীমা সংস্থার একাউন্টে জমা দেওয়া হবে।
২) এলপিজি সিলিন্ডারের দাম
প্রতি মাসের মতো এবারও এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তিত হতে পারে। ১লা ফেব্রুয়ারিতে বাণিজ্যিক গ্যাসের দাম ৭ টাকা কমানো হয়েছিল। কিন্তু গৃহস্থ সিলিন্ডারের দামে সেরকম কোন পরিবর্তন আসেনি। ১লা মার্চ নতুন মূল্যতালিকা প্রকাশিত হবে, যা ব্যবহারকারীদের বাজেটে সরাসরি প্রভাব ফেলবে।
৩) মিউচুয়াল ফান্ডের নতুন নিয়ম
SEBI-এর নতুন নিয়ম অনুযায়ী, ১লা মার্চ থেকে বিনিয়োগকারীরা তাদের মিউচুয়াল ফান্ড ফোলিও এবং ডিম্যাট অ্যাকাউন্টে সর্বাধিক ১০ জনকে যুক্ত করতে পারবে। বিনিয়োগের সুরক্ষার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে চলেছে।
৪) ব্যাংকের ছুটির দিন
ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, মার্চ মাসে মোট ১৪ দিন ব্যাংক বন্ধ থাকবে। তাই গুরুত্বপূর্ণ লেনদেনের আগেভাগেই ব্যাংকের ছুটি সম্পর্কে অবগত হওয়া জরুরী।
৫) জিএসটির নতুন নিয়ম
জিএসটি পোর্টালে আরো নিরাপত্তা যোগ করতে মাল্টি ফ্যাক্টর অথেন্টিফিকেশন নিয়ম চালু করা হচ্ছে ১লা মার্চ থেকে। ব্যবসায়ীদের এই পরিবর্তনের সঙ্গে নিজেদের আইটি সিস্টেম আপডেট করতে হবে বলে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
৬) FD-তে সুদের হার পরিবর্তন
বিভিন্ন ব্যাংক ইতিমধ্যেই তাদের FD-তে সুদের হার পরিবর্তন করেছে। ১লা মার্চ থেকে কিছু নতুন ব্যাংক সুদের কার্যকর করতে পারে। যারা নতুন FD করতে চাইছেন তাদের জন্য সর্বশেষ সুদের হার জেনে নেওয়া অত্যন্ত জরুরী।
আরও পড়ুন : ২ বছরের জন্য সিম কার্ড বন্ধ হবে, নতুন নিয়ম চালু !
৭) কর সংক্রান্ত পরিবর্তন
ট্যাক্স সংক্রান্ত বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে ১লা মার্চ থেকে। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে টিডিএস-এর সীমা ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লক্ষ টাকা করা হতে পারে। এছাড়া তাদের সুবিধার্থে নতুন কিছু ছাড়ও ঘোষণা করা হতে পারে বলে সূত্রের খবর।
৮) বিমানের জ্বালানির দাম পরিবর্তন
প্রতিমাসের শুরুতেই বিমান জ্বালানির দাম সংশোধন করা হয়। ফেব্রুয়ারি মাসে এই দাম ৫.৬% বৃদ্ধি করা হয়েছিল। এবারও নতুন দাম ঘোষণা হতে পারে বলে আশা করা যাচ্ছে, যা বিমানের টিকিটের উপর সরাসরি প্রভাব ফেলবে।
১লা মার্চ থেকে কার্যকর হতে চলা এই ৮টি পরিবর্তন প্রত্যেক নাগরিকের জীবনে সরাসরি প্রভাব ফেলবে। ব্যাংক, কর এবং লেনদেন সংক্রান্ত নিয়মগুলির সঠিক তথ্য যাচাই-বাছাই করেই পদক্ষেপ নেওয়া জরুরী।