LPG সিলিন্ডার ডেলিভারিতে বড় পরিবর্তন! নতুন নিয়মে কোন সমস্যায় পড়বেন গ্রাহকরা? জানুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সম্প্রতি রান্নার গ্যাসের দাম বৃদ্ধির পর এবার বাড়িতে LPG সিলিন্ডার ডেলিভারি বন্ধ হওয়ার সম্ভাবনা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। শহর হোক বা গ্রাম — সাধারণ মানুষ এই নতুন নিয়মে যথেষ্ট সমস্যায় পড়বেন বলেই আশঙ্কা করছেন। দেখে নেওয়া যাক, কী বলছে নতুন নির্দেশিকা, কী পরিবর্তন আসতে চলেছে, এবং তার প্রভাব ঠিক কতটা পড়বে সাধারণ মানুষের জীবনে।

দাম বাড়ার পর এবার ডেলিভারিতেই বাধা! চিন্তায় LPG গ্রাহকরা

মুলত এই রান্নার গ্যাস সিলিন্ডার ডেলিভারি করা ইউনিয়নের তরফে সরকারকে ধর্মঘটের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। কারণ, আগামী ৩ মাসের মধ্যে তাদের জানানো দাবি পূরণ না হলে তাদের তরফে এই জিনিস কার্যকর করা হবে। মূলত তাদের গ্যাস প্রতি কমিশন বৃদ্ধির দাবি জানানো হয়েছে এবং ১৫০ টাকা কমিশন না দেওয়া হলে তাদের তরফে ব্যবস্থা নেওয়া হবে অবশ্যই। গ্যাসের দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই নিয়ে নতুন সমস্যার সম্মুখীন হবে গ্রাহকরা এমনটাই মনে করা হচ্ছে।

কিন্তু গ্রাহকদের সমস্যা মেটাতে সম্প্রতি কিছু এলাকায় পরীক্ষা মূলকভাবে চালু করা হয়েছে ‘পিক আপ ফ্রম ডিস্ট্রিবিউশন সেন্টার’ ব্যবস্থা, এতে গ্রাহকদের নিজে গিয়ে সিলিন্ডার সংগ্রহ করতে হচ্ছে, যা বিশেষ করে বয়স্ক ও কর্ম ব্যস্ত মানুষদের জন্য কষ্ট সাধ্য, ইন্ডিয়ান অয়েল (Indian Oil), ভারত গ্যাস (Bharat Gas), এইচপির (HP) মতো বড় সংস্থা গুলো এই মডেল নিয়ে ভাবনা চিন্তা করছে।

নতুন LPG নিয়মে কী কী অসুবিধা হতে পারে?

বাড়ির বাইরে গিয়ে সিলিন্ডার আনা কঠিন হবে কারণ অনেক প্রবীণ গ্রাহক রয়েছেন যারা একা সিলিন্ডার আনতে পারবেন না, সাইকেল বা বাইক ব্যবহার করেও সিলিন্ডার আনা ঝুঁকিপূর্ণ, ডেলিভারি না থাকলে অনেকেই বেসরকারি পরিবহন বা ক্যাব ব্যবহার করে সিলিন্ডার আনবেন, তাতে খরচ দ্বিগুণ হতে পারে, গ্যাসের দাম এমনিতেই বেড়েছে, এখন পরিবহন খরচ যুক্ত হলে মাসিক বাজেট আরও চাপে পড়বে।

আরও পড়ুন:- পশ্চিমবঙ্গের প্রশাসনকে সেকেন্ডের মধ্যে…, কোন হুঁশিয়ারি দিলেন মোদির মন্ত্রী ?

গ্রাহকদের দাবি কী?

গ্রাহকরা চাইছেন যাতে পূর্বের মতো LPG হোম ডেলিভারি সার্ভিস চালু থাকে, অনেকেই জানিয়েছেন, অ্যানড্রয়েড অ্যাপে অর্ডার করেও গ্যাস পাচ্ছেন না ঠিক সময়ে, সরকারের কাছে আবেদন জানানো হয়েছে, যেন বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের জন্য বিশেষ ডেলিভারি সাপোর্ট রাখা হয়, সমাজ কল্যাণ মূলক পরিষেবার আওতায় LPG ডেলিভারি অন্তর্ভুক্ত করার দাবি উঠেছে।জনগণের প্রতিক্রিয়া ও সমস্যা গুলি পর্যবেক্ষণের পরেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

কেন্দ্র সরকারের কি সিদ্ধান্ত?

এখন পর্যন্ত সরকারের তরফে এই LPG গ্যাসের ডেলিভারি নিয়ে কোন ধরণের মন্তব্য করা হয়নি এবং এই জন্য সকলের উচিত এখনই কোন গুজবে কান না দেওয়া, আর এই কারণের জন্য এখন সকলে যেই রকম ভাবে বুকিং করছেন এবং সিলিন্ডার পাচ্ছে তেমনই পাবে, তাই কোন সমস্যা হওয়ার কথা নেই। এবারে দেখার অপেক্ষা যে আগামীতে এই নিয়ে কি হতে চলেছে।

 

আরও পড়ুন:- প্রায় দিনই মাথা যন্ত্রণা করছে, শরীরে কিছু বিপজ্জনক রোগ পাকছে? জানুন জরুরি তথ্য

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন