Bangla News Dunia, দীনেশ :- নতুন অর্থবছর শুরু হতে না হতেই মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারের কাঁধে বাড়তি চাপ পড়ল। রান্নার গ্যাসের (LPG Gas) দাম এক ধাক্কায় ৫০ টাকা বাড়িয়ে দিলো কেন্দ্র সরকার। হ্যাঁ ঠিকই শুনেছেন। এর প্রভাব পড়বে উজ্জ্বলা যোজনার উপভোক্তাদের উপরেও। ফলে আর্থিক চাপ অনেকটাই বাড়তে চলেছে সাধারণ মানুষের উপর।
কত টাকা বাড়লো দাম?
কলকাতায় এতদিন ১৪.২ কেজি ঘরোয়া এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ছিল ৮২৯ টাকা। আর এখন সেই সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়িয়েছে ৮৭৯ টাকা। সাধারণ গ্রাহকদের পাশাপাশি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতাধীন গ্রাহকদেরও এই বাড়তি খরচের বোঝা বইতে হবে। এতদিন এই প্রকল্পের উপভোক্তাদের সিলিন্ডার প্রতি খরচ করতে হত ৫০০ টাকা। আর এখন তাদের গুনতে হবে ৫৫০ টাকা করে।
আরও পড়ুন:- SSC-র চাকরিহারাদের জন্য টাস্কফোর্স গঠন, বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রী মমতার
কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী সম্প্রতি জানিয়েছেন, এলপিজি ও অন্যান্য জ্বালানির দাম প্রতি দুই থেকে তিন সপ্তাহ অন্তর পরিবর্তন করা হয়। আর সেই নিয়ম মেনেই এই দাম বৃদ্ধি।
শুধু এলপিজি নয়, বাড়লো পেট্রোল-ডিজেলের শুল্ক
এলপিজির পাশাপাশি আরো এক ধাক্কা পোহাতে হবে সাধারণ মানুষকে। এবার কেন্দ্র সরকার পেট্রোল ও ডিজেলের উপর শুল্ক বাড়িয়ে দিয়েছে লিটার প্রতি ২ টাকা করে। ১ লিটার পেট্রোলের উপর এখন শুল্ক দাঁড়িয়েছে ১৩ টাকা এবং ডিজেলের উপর শুল্ক দাঁড়িয়েছে ১০ টাকা।
পেট্রোলিয়াম মন্ত্রীর দাবি, এই সিদ্ধান্ত সাধারণ মানুষকে বিপদে ফেলার জন্য নয়। বরং রাষ্ট্রায়ত্ত্ব তেল বিপণন সংস্থাগুলির লোকসানকে কিছুটা পুষিয়ে দেওয়ার জন্যই নেওয়া। তবে এই শুল্ক বৃদ্ধির প্রভাব পেট্রোলের দামের উপর কোন পরিবর্তন আনবে কিনা, সেটা এখন সময়ই বলে দেবে।
আরও পড়ুন:- শেয়ার না কিনেও তা বিক্রি করে লাখ লাখ টাকা আয় করা যায়! কীভাবে ? এক ক্লিকে জেনে নিন
হোটেল রেস্তোরায় কিছুটা স্বস্তি
একদিকে যেমন রান্নার গ্যাসের দাম বাড়ায় গৃহস্থের কপালে চিন্তার ভাঁজ পড়েছে, অন্যদিকে গত সপ্তাহে বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম সিলিন্ডার প্রতি ৪১ টাকা কমানো হয়। ফলে অনেকটাই স্বস্তি পেয়েছে হোটেল এবং রেস্তোরার ব্যবসায়ীরা। তবে সামগ্রিকভাবে এই দাম বৃদ্ধি সাধারণ মানুষের বাজেটকে ব্যাহত করবে।
পয়লা বৈশাখের ঠিক আগে এরকম সিদ্ধান্ত বাংলার গৃহস্থের জীবনযাপনে বড়সড় ধাক্কা দেবে, তা বলাবাহুল্য। একদিকে যেমন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম উর্ধ্বমুখী, আর অন্যদিকে জ্বালানির খরচের বৃদ্ধি। এখন সাধারণ মানুষের জন্য নিঃসন্দেহে কঠিন চ্যালেঞ্জ সামনে আসতে চলেছে।
আরও পড়ুন:- পশ্চিমবঙ্গে যোগ্যশ্রী প্রকল্প শুরু হল! কি সুবিধা, কারা আবেদন করতে পারবে জেনে নিন