LVM3-M6 Launch Success: মহাকাশ গবেষণায় ভারতের ফের সাফল্য, ইসরোর সফল উৎক্ষেপণ এলভিএম-৩

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

মহাকাশ গবেষণায় আবারও উল্লেখযোগ্য সাফল্য পেল ভারত।  ভারী ওজনবিশিষ্ট দেশের সবচেয়ে শক্তিশালী রকেট LVM3 -M6 উৎক্ষেপণ করলো ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO)।  অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে বুধবার সকাল ৮টা বেজে ৫৫ মিনিটে এই ভারী‌ ওজনের BlueBird Block-2 communication satellite কে সঙ্গে নিয়ে বহন করবে ৷

ইসরোর তরফ থেকে জানানো হয়,এটি পরবর্তী প্রজন্মের কমিউনিকেশন স্যাটেলাইট।  যার ফলে এটি সরাসরি স্মার্টফোনের উচ্চ-গতির 4G ও 5G ব্রডব্যান্ড সংযোগ সরবরাহ করবে।  পার্বত্য ও দূর্গম যেসব এলাকার নেটওয়ার্ক বিচ্ছিন্ন সেখানে এটি পরিষেবা দিবে।

প্রসঙ্গত, এটি LVM3-M6 মিশনের মাধ্যমে LVM3 রকেটের ছয় তম সফল উৎক্ষেপণ।  প্রায় ৬৪০ টন ওজনের এই তিন-পর্যায়ের ভারী রকেটটি শক্তিশালী ক্ষমতার জন্য ‘বাহুবলী’ নামেই বেশি পরিচিত।

উৎক্ষেপণ সফল হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন জানান, ভারতের মহাকাশ অভিযানের ক্ষেত্রে এই সাফল্য একটি উল্লেখযোগ্য মাইলফলক।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন