উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রাতের অন্ধকারে কালো কালিতে গান্ধিমূর্তিতে অশোভন বার্তা লেখার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি লন্ডনের ট্যাভিস্টক স্কোয়্যারের। ইতিমধ্যেই গোটা ঘটনার তীব্র নিন্দা করেছে ভারতের হাই কমিশন।
জানা গিয়েছে, গান্ধিজির মৃত্যুর ২০ বছর পরে অর্থাৎ ১৯৬৮ সালে ইন্ডিয়া লিগের সহায়তায় ধ্যানস্থ ভঙ্গিতে মহাত্মা গান্ধির এই ব্রোঞ্জের মূর্তি বসে ট্যাভিস্টক স্কোয়্যারে। প্রত্যেক বছরই ২ ফেব্রুয়ারু গান্ধি জয়ন্তীতে ট্যাভিস্টক স্কোয়্যারের এই মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। বাজানো হয় জাতির জনকের পছন্দের ভজনগুলিও। লন্ডনের ইউনিভার্সিটি কলেজে আইনের ছাত্র ছিলেন বাপু। সেই বিষয়টি স্মরণীয় করে রাখতেই মূর্তি তৈরি হয়। এবার সেই মূর্তিকে কালিমালিপ্ত করল দুষ্কৃতীরা। মূর্তিতে কালো কালি দিয়ে দুষ্কৃতীরা লিখেছে, ‘গান্ধি হিন্দুস্তানি সন্ত্রাসবাদী’।
এই বিষয়টি নজরে আসতেই ক্ষুব্ধ লন্ডনের ভারতীয় হাই কমিশন। এক্স হ্যান্ডেলে গোটা ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তাদের তরফে বলা হয়, ‘ট্যাভিস্টক স্কোয়্যারে মহাত্মা গান্ধির মূর্তিকে যেভাবে অপমান করা হয়েছে তাতে আমরা অত্যন্ত আহত। গোটা ঘটনার তীব্র নিন্দা করছি। এহেন আচরণে কেবল গান্ধিমূর্তির অপমান হয়েছে তা নয়, বরং আঘাত হানা হয়েছে অহিংস নীতির উপরেও। স্থানীয় প্রশাসন এই ঘটনায় যেন দ্রুত পদক্ষেপ করে, এটাই আমাদের দাবি। আমরা চাই, অবিলম্বে আগের অবস্থানে ফেরাতে হবে গান্ধিমূর্তিকে।’
ইতিমধ্যেই মেট্রোপলিটান পুলিশ এবং স্থানীয় ক্যামডেন কাউন্সিলের তরফে জানানো হয়েছে, এই ঘটনাটি খতিয়ে দেখছে তারা। তবে এখনও কাউকে আটক করা হয়নি।