Mamata Banerjee | নবমীর সন্ধ্যায় কালীঘাট মন্দিরে পুজো দিলেন মমতা, আরতির সময় কাঁসর বাজালেন মুখ্যমন্ত্রী     

By Bangla News Dunia Dinesh

Published on:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ নবমীর সন্ধ্যায় আচমকাই কালীঘাট মন্দিরে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় মন্দিরে সন্ধ্যা আরতীর প্রস্তুতি চলছিল। আচমকা মুখ্যমন্ত্রীকে দেখে কালীঘাট মন্দির চত্ত্বরে দর্শনার্থীদের ভিড় জমে যায়। মন্দিরের পুরোহিতদের সঙ্গে তিনিও আরতীতে অংশ নেন। আরতি চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় কাঁসর বাজান। বেশ কিছুক্ষণ সেখানে থেকে কালীঘাটের হরিশ চ্যাটার্জী স্ট্রিটের বাড়িতে ফিরে যান। এদিন তিনি মন্দিরে ঢোকার ও বের হওয়ার সময় কোনও কথা বলেননি মুখ্যমন্ত্রী। এদিন ঠাকুরের কাছে কী প্রার্থনা করেছেন, সেটা অবশ্য জানা যায়নি।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন