Mamata Banerjee | বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় গান প্রকাশ মমতার, গেয়েছেন জিৎ গঙ্গোপাধ্যায়  

By Bangla News Dunia Dinesh

Published on:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বাতাসে বিষদের সুর। দশমীতে কৈলাশে ফিরলেন উমা। আর বাঙালীর এই মন খারাপের দিনে গান প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন গানটি গেয়েছেন জিৎ গঙ্গোপাধ্যায়। প্রতিবছর পুজোয় গান প্রকাশিত হয় মুখ্যমন্ত্রীর। এই বছরও তিনি বেশ কয়েকটি পুজোর গান রচনা করেছেন। দশমীর দিন মুখ্যমন্ত্রীর প্রকাশ করা নতুন গান অন্য মাত্রা যোগ করেছে।

বাংলার মানুষকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়ে নিজের লেখা ও সুর করা আরও একটি গান প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘এক মুঠো ফুল দাও না মাগো…’, এক্স হ্যান্ডেলে নতুন গানের প্রথম লাইন প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, “সকলকে জানাই বিজয়া দশমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এই উপলক্ষে আপনাদের সবার সঙ্গে আমার লেখা ও সুর করা এবং জিৎ গাঙ্গুলীর গাওয়া আরও একটি পুজোর নতুন গান শেয়ার করে নিচ্ছি।”

পুজোর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন এইবার পুজোয় প্রায় তাঁর লেখা ও সুর করা বেশকয়েকটি গান মুক্তি পাবে। সেই মতো অনেকগুলি গান তিনি তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেছেন। দশমীতে পোস্ট করা মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা, সুর করা ‘এক মুঠো ফুল দাও না মাগো…’ গানটি ৩ মিনিট ৩০ সেকেন্ডের।

এই বছর তিনি ১৭টি পুজোর গান রচনা করেছেন। সেগুলি গেয়েছেন ইন্দ্রনীল সেন, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, নচিকেতা চক্রবর্তী, মনোময় ভট্টাচার্য, জিৎ গঙ্গোপাধ্যায়ের মতো স্বনামধন্য শিল্পীরা। তারই একটি নতুন গান আজ, বৃহস্পতিবার এক্স হ্যান্ডলে পোস্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন