María Corina Machado | ভেনেজুয়েলার ‘দুর্দশাগ্রস্ত’ মানুষের লড়াইকে সমর্থন! ট্রাম্পকেই নোবেল উৎসর্গ মাচাদোর

By Bangla News Dunia Dinesh

Published on:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০২৫ সালে শান্তিতে নোবেল পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদো (María Corina Machado)। বারংবার নিজেকে যোগ্য বলে দাবি করেও ভাগ্যে শিকে ছেড়েনি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump)। যা নিয়ে নোবেল কমিটির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে হোয়াইট হাউস। এবার এই নোবেল পুরষ্কার ট্রাম্পকেই উৎসর্গ করলেন মাচাদো। মার্কিন  রাষ্ট্রপতির ভেনেজুয়েলার ‘সমস্যাগ্রস্ত’ মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যকে সমর্থন করে এই বার্তা দিয়েছেন মাচাদো। এদিন এক্স হ্যান্ডলে এক বিবৃতিতে তিনি ট্রাম্পের ভূমিকার প্রশংসাও করেন।

নরওয়ের নোবেল কমিটি ভেনেজুয়েলায় গণতান্ত্রিক অধিকার রক্ষা এবং একনায়কতন্ত্র থেকে গণতন্ত্রে শান্তিপূর্ণ রূপান্তরের পক্ষে কাজ করার জন্য মাচাদোকে স্বীকৃতি দিয়েছে। মাচাদো দীর্ঘদিন ধরেই ভেনেজুয়েলার  নিকোলাস মাদুরো প্রশাসনের বিরুদ্ধে লড়াই করে আসছেন। ১ বছর আগে ভেনেজুয়েলায় যে নির্বাচন হয়, অভিযোগ সেই নির্বাচনে বিপুল রিগিং করে ক্ষমতায় আসেন মাদুরো। এরপর আত্মগোপন করে থাকতে হয়েছে মারিয়া করিনা মাচাদোকে। এদিন শান্তিতে নোবেল পাওয়ার পর মাচাদো এক্স হ্যান্ডলে লেখেন, ‘সমস্ত ভেনেজুয়েলার মানুষের সংগ্রামের স্বীকৃতি এই পুরস্কার আমাদের কাজ শেষ করতে উৎসাহিত করবে। আমরা বিজয়ের দ্বারপ্রান্তে এবং আজ আমরা স্বাধীনতা ও গণতন্ত্র অর্জনের লক্ষ্যে আমাদের প্রধান মিত্র হিসেবে রাষ্ট্রপতি ট্রাম্প, মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ, ল্যাটিন আমেরিকার মানুষ এবং বিশ্বের গণতান্ত্রিক দেশগুলির উপর ভরসা করি। আমি এই পুরস্কার ভেনেজুয়েলার দুর্দশাগ্রস্ত জনগণ এবং আমাদের লক্ষ্যের প্রতি দৃঢ় সমর্থনের জন্য  রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে উৎসর্গ করছি।’ তবে এর আগে অগাস্ট মাসেও ট্রাম্পের প্রশংসা করে বিবৃতি দেন মাচাদো। ওয়াশিংটন মাদুরোকে গ্রেপ্তারে সহায়ক তথ্য দিতে পারলে পুরস্কার মূল্য একধাক্কায় দ্বিগুন বাড়িয়ে ৫ কোটি করে দেওয়ার কথা জানানোর পর মাচাদো বলেন, ‘আমরা ভেনেজুয়েলার জনগন আমাদের দেশে অবৈধভাবে ক্ষমতায় থাকা অপরাধমূলক ও সন্ত্রাসবাদী কাঠামো ভেঙে ফেলার জন্য রাষ্ট্রপতি ট্রাম্প এবং তার প্রশাসনকে দৃঢ় পদক্ষেপ নেওয়ায় তাঁকে ধন্যবাদ জানাই।’

উল্লেখ্য, সম্প্রতি ক্যারিবীয় সাগরে একটি সন্দেহভাজন ভেনেজুয়েলান মাদক পরিবহণকারী নৌকায় মার্কিন হামলার ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ে। এবং এর জেরে ভেনেজুয়েলার সঙ্গে সমস্ত রকম কূটনৈতিক কার্যকলাপ বন্ধ রাখে ওয়াশিংটন। আমেরিকা ভেনেজুয়েলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে এমন জল্পনা ছড়ায়। পালটা হুঁশিয়ারি দেন মাদুরোও।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন