Modi-Trump Meeting | মোদি-ট্রাম্প মুখোমুখির সম্ভাবনা! কাশ্মীর ইস্যুতে অবস্থান বদলের ইঙ্গিত আমেরিকার

By Bangla News Dunia Dinesh

Published on:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাশিয়া (Russia) থেকে ভারতের (INDIA) তেল কেনার জন্য আমেরিকা ভারতের ওপর অতিরিক্ত শুল্ক চাপিয়েছে। শুধু এই টুকুতেই থেমে থাকেননি। এরপরও বিভিন্ন সময় ভারতের ওপর বিষোদগার করে চলেছেন মার্কিন প্রসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)।

আর এমন উত্তেজনার মধ্যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। কিন্তু কবে ওই দুই রাষ্ট্র নেতার মধ্যে বৈঠক হবে, তা এখনও জানা যায়নি। তবে খুব তাড়াতাড়ি যে মোদি ও ট্রাম্প মুখোমুখি হবেন তার ইঙ্গিত দিয়েছেন আমেরিকার এক শীর্ষ কর্তা।

সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের ওই কর্তার মতে, গত কয়েক মাস ধরে দুই দেশের মধ্যে টানাপড়েন চললেও, দ্বিপাক্ষিক সম্পর্ক অটুট রয়েছে। মোদি এবং ট্রাম্পের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক যথেষ্ট ভালো। শীঘ্রই ভারত-আমেরিকার সম্পর্কের মধ্যে বড় অগ্রগতি দেখতে পাবেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পাশাপাশি চলতি বছর কিংবা আগামী বছরের শুরুতে কোয়াড সম্মেলনের দিনক্ষণও ঠিক হয়ে গিয়েছে।

একই সঙ্গে কাশ্মীর ইস্যুতে আমেরিকা কোনও নাক গলাবে না বলে জানিয়েছেন তিনি। কারণ এটা ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয়। অতএব চলতি বছরের মে মাসে ভারত-পাকিস্তান সংঘাতের পরে কাশ্মীর ইস্যুতে ট্রাম্প যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন সেই অবস্থান থেকে বর্তমানে আমেরিকা সরে আসছে বলে মনে করছে অনেকে।

রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আমেরিকায় গিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করেছেন তিনি। ওই বৈঠকে মোদি ও ট্রাম্পের বৈঠক নিয়ে তাঁদের আলোচনা হয়েছে বলে অনুমান করছেন কূটনৈতিক বিশ্লেষকদের একাংশ।

এমন অবস্থায় মোদি ট্রাম্প মুখোমুখি হলে সম্পর্কের জট অনেকটাই কাটতে পারে।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন