উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের এনআরসি ইস্যুতে ফুঁসে উঠলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (MP Mohua Moitra)। এক্স হ্যান্ডেলে দীর্ঘ পোস্ট করে তুলোধনা করলেন হিমন্ত সরকারের। লিখলেন, ‘ভোটের আগে নয়া ফন্দি।’
দুর্গাপুজোর পর নদিয়ার (Nadia) দুই নাগরিককে এনআরসি নোটিশ পাঠায় অসম সরকার। যা নিয়ে কার্যত গর্জে ওঠেন মহুয়া মৈত্র। এক্স হ্যান্ডেলে লেখেন, ‘অসম সরকার বেআইনিভাবে নদিয়ার দুই বাসিন্দাকে এনআরসি নোটিশ পাঠিয়েছে। অসম সরকারের এটা করার কোনও অধিকার নেই। ভোটের আগে ভয়ের পরিবেশ তৈরির ফন্দি বিজেপির।’ শুধু মহুয়াই নয়, এনআরসি (NRC) প্রসঙ্গে গতকাল মুখ খুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। তিনি বলেছিলেন, ‘এসআইআরের নামে কেন এনআরসি নোটিশ পাঠাল? কোন অধিকারে বাংলার মানুষকে অসম সরকার এই নোটিশ পাঠাচ্ছে? সামনে এসআইআর আর পিছনে কী? এনআরসি করবেন গায়ের জোরে? পারবেন না কোনওদিন। এসআইআরের নামে ভোট কাটার ষড়যন্ত্র। কেন্দ্রীয় সংস্থাগুলিকে গৈরিকীকরণের চেষ্টা চলছে।’
উল্লেখ্য, আজ থেকে ১৫ বছর আগে নদিয়ার বেশকিছু যুবকের সঙ্গে অসমে পরিযায়ী শ্রমিকের কাজে গিয়েছিলেন সঞ্জু শেখ এবং আরশাদ শেখ নামে দুই ব্যক্তি। কিছুদিন আগেই তারা রাজ্যে ফেরেন। নিজের জায়গায় ফিরতেই আচমকা অসম সরকারের তরফে দেওয়া হয় এনআরসি নোটিশ। আর তাতেই ঘুম উড়েছে অসহায় পরিযায়ী শ্রমিকের।
NRC notices issued illegally by Assam govt to 2 bonafide citizens & residents of Bengal’s Nadia. Assam BJP govt has no authority, no jurisdiction to do this. BJP pre-election tricks to create panic & fuel fires. @abhishekaitc pic.twitter.com/moZwACvJSN
— Mahua Moitra (@MahuaMoitra) October 9, 2025