Mount Everest | এভারেস্টে ভয়াবহ তুষারঝড়! আটকে পড়লেন ১০০০ অভিযাত্রী, চলছে উদ্ধারকাজ

By Bangla News Dunia Dinesh

Published on:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিপর্যয় যেন থামছেই না! এবার দুর্যোগ মাউন্ট এভারেস্টে (Mount Everest)। জানা গিয়েছে, বিগত দু’দিন ধরে চলা বৃষ্টি ও ভয়াবহ তুষারঝড়ে (Blizzard) মাউন্ট এভারেস্টে আটকে পড়েছেন কমপক্ষে এক হাজার অভিযাত্রী (Trekkers trapped)। তবে ইতিমধ্যেই বেশ কয়েকজনকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গিয়েছেন উদ্ধারকারীরা। বাকিদের উদ্ধারে শুরু হয়েছে অভিযান।

চিনের সরকারি সংবাদমাধ্যম সূত্রে খবর, ইতিমধ্যে ৩৫০ জন অভিযাত্রীকে উদ্ধার করে কুদাংয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বাকি ২০০ জনেরও বেশি অভিযাত্রীর সঙ্গে যোগাযোগ করা গিয়েছে। আশেপাশের গ্রামের বাসিন্দারা ও উদ্ধারকারী দল মিলে প্রবল তুষারপাতের কারণে বরফে ঢাকা রাস্তা পরিষ্কার করে চলেছেন। ঘটনার কিছু ভিডিও প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যাচ্ছে, হাঁটু সমান বরফের মধ্যে দিয়ে এবং তীব্র ঠান্ডা বাতাসের মধ্য দিয়েই নিজেদের আস্তানার দিকে এগিয়ে চলেছেন অভিযাত্রীরা। অবশেষে কুদাংয়ে পৌঁছানোর পর এক অভিযাত্রী নিজের অভিজ্ঞতা প্রসঙ্গে বলেন, ‘অক্টোবরে এই ধরনের আবহাওয়া স্বাভাবিক নয়। আমার গাইডও জানিয়েছেন, এর আগে অক্টোবরে এরকম আবহাওয়ার মুখোমুখি কখনও হননি।’

জানা গিয়েছে, গত শুক্রবার সন্ধ্যা থেকেই ভারী তুষারপাত শুরু হয়েছে মাউন্ট এভারেস্টের কাংশুং সংলগ্ন অঞ্চলে। আর পূর্ব দিকের ঢালটিতে তুষারপাত ক্রমশই বেড়েছে। মূলত মাউন্ট এভারেস্টের উত্তর দিকে এই অংশে যাতায়াতে সুবিধা হওয়ায় নিয়মিতভাবে প্রচুর সংখ্যক পর্যটক সেখানে যান। তাছাড়া চিনে টানা আটদিন ছুটি থাকায় সে সময় ওই এলাকার কর্মা উপত্যকায় ছিল হাজার হাজার পর্যটক ও অভিযাত্রীর ভিড়।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন