Municipal Recruitment Scam | প্রায় ২০ ঘণ্টা চলল তল্লাশি অভিযান, মধ্যরাতে সুজিত বসুর অফিস থেকে বেরোল ইডি

By Bangla News Dunia Dinesh

Published on:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শুক্রবার সকাল থেকে শুরু হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) (ED)-র অভিযান। বিকেল পেরিয়ে গভীর রাতে রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুর (Sujit Bose) অফিস থেকে বেরিয়ে যান ইডি আধিকারিকরা। প্রায় ২০ ঘণ্টা ধরে চলে অভিযান।

দুর্গাপুজো মিটতেই পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় (Municipal Recruitment Scam) ফের কোমর বেঁধে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একসঙ্গে ১০ জায়গায় তল্লাশি চলে। ২১ মাস পর ফের ইডির স্ক্যানারে দমকলমন্ত্রী।

গতকাল সুজিত বসুর সল্টলেকের অফিসে হানা দেয় ইডি। সকাল থেকে তল্লাশি চলে। সন্ধ্যা গড়ালেও ইডি আধিকারিকরা বের হননি। শেষে রাত প্রায় দেড়টা নাগাদ দমকলমন্ত্রীর অফিস থেকে বের হন ইডি আধিকারিকরা। অন্যদিকে, সুজিত বসুর ছেলের রেস্তোরাঁতেও তল্লাশি চালায় ইডি। জানা গিয়েছে, বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে। দক্ষিণ দমদম পুরসভার চেয়ারম্যান নিতাই দত্তের বাড়ি ও গোডাউনেও দীর্ঘক্ষণ তল্লাশি চালানো হয়। তবে ইডির সক্রিয়তা নিয়ে দমকলমন্ত্রীর বক্তব্য, সবাই জানে যে এটা প্রেসার পলিটিক্স। যত নির্বাচন সামনে আসবে, তত এগুলো বাড়বে।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন