Murshidabad | মুর্শিদাবাদে রোহিঙ্গা পাকড়াও

By Bangla News Dunia Dinesh

Published on:

উত্তরবঙ্গ ব্যুরো: বাংলাদেশি অনুপ্রবেশকারীদের অনুসরণ করে পুলিশের জালে ধরা পড়লেন মুর্শিদাবাদে (Murshidabad) বসে থাকা রোহিঙ্গা। ঘটনাটি লালবাগ মহাকুমার অন্তর্গত আশারিয়া দহ এলাকার। সূত্র মারফত খবর পেয়ে অভিযান চালিয়ে তিন রোহিঙ্গাকে গ্রেপ্তার (Arrest) করা হয়। তিন ধৃতের নাম আবদুল হাসিম, তাঁর স্ত্রী রোজিনা বেগম ও ছেলে বিলাল মিয়াঁ। জানা গিয়েছে, ধৃতরা ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমানা টপকে প্রবেশ করে আস্তানা গড়ে বসেছিলেন। জানা গিয়েছে, এই পর্যন্ত সব ঠিকঠাক ছিল। যদিও তাঁরা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফিরে যাওয়ার ছক কষছিলেন। তার আগে তাঁদের গ্রেপ্তার করা সম্ভব হয়। তল্লাশি চালিয়ে চোখ কপালে ওঠে পুলিশের। জেরার মুখে ভেঙে পড়ে তাঁরা জানান, তাঁরা আদপে মায়ানমারের বাসিন্দা। ওই রোহিঙ্গারা প্রথমে বাংলাদেশ হয়ে সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছিলেন। জেলা পুলিশের এক কর্তা জানান, ‘পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। সবদিক খতিয়ে দেখা হচ্ছে, কীভাবে তাঁরা মায়ানমার থেকে বাংলাদেশ হয়ে ভারতে প্রবেশ করেছিলেন?’ শুক্রবারের শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, তাঁদের আদালতে তোলা হলে বিচারক জেল হেপাজতের নির্দেশ দেন।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন