কান্দি: সাপে কেটেছে মাকে! মায়ের চিকিৎসা করাতে সাপটিকে ধরে হাসপাতালে ছুটলেন ছেলে। এমনই ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের কান্দি মহকুমার অন্তর্গত সালার এলাকায়। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে সাপে ছোবল দেয় স্থানীয় বাসিন্দা সান্তনা দাস নামে এক মহিলাকে। আর সেই ঘটনা জানতে পেরে তড়িঘড়ি বাড়ি ফিরে আসেন বিশ্বজিৎ দাস। ঘর থেকে সাপটিকে বোতলবন্দি করেন তিনি। এরপরেই তিনি সাপ সহ মাকে চিকিৎসার জন্য নিয়ে যান কান্দি মহকুমা হাসপাতালে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পরে হাসপাতাল চত্ত্বরে। বিশ্বজিতের এই কাণ্ড প্রত্যক্ষ করে হতবাক হয়ে যান স্বাস্থ্যকর্মী থেকে অন্যান্য রোগীর পরিজনরা। চিকিৎসা শুরু হয় ওই মহিলার। হাসপাতালে দাঁড়িয়ে ছেলে বিশ্বজিৎ বলেন, “মায়ের প্রাণ বাঁচাতে এইটুকু ঝুঁকি না নিলে কেমন ছেলে আমি! মায়ের প্রাণ বেঁচে গেছে এর চেয়ে বড় পাওনা আমার কাছে কিছু নেই”। অন্যদিকে ছেলের এমন দুঃসাহসিক কাণ্ডে মা সান্তনা দেবী স্তম্ভিত।