আপনি কি সরকারি চাকরি প্রার্থী? তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য। ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের (NATIONAL BANK FOR AGRICULTURE AND RURAL DEVELOPMENT) তরফে নিয়োগের একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে। তাতে বলা হয়েছে, সংস্থার ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট ও ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট (হিন্দি) পদে চাকরির সুযোগ রয়েছে। যোগ্য প্রার্থীরা এই পদে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। ইতিমধ্যেই অনলাইন ফর্ম পূরণ শুরু হয়েছে। আজকে থেকে ফর্ম ফিলাপ পূরণ শুরু হয়েছে আর এই ফর্ম পূরণ চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। বিজ্ঞপ্তি অনুযায়ী, এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে মোট ১৬২টি শূন্যপদে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।
কারা কারা আবেদন করতে পারবে জানুন—
শিক্ষাগত যোগ্যতা:
ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে হলে অবশ্যই আবেদনকারীকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেয়ে যে কোন বিষয়ে স্নাতক পাস (Bachelor’s Degree) থাকলেই আবেদন করতে পারবে। তবে এস সি ও এস টি আবেদনকারীদের পাশ নম্বর থাকলেই হবে। এছাড়াও কম্পিউটার বিষয়ে জ্ঞান থাকা লাগবে।
তবে, ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট হিন্দি পদে আবেদন করতে গেলে যে কোন বিষয়ে স্নাতক পাস (Bachelor’s Degree) তবে মিডিয়াম হিন্দি ও ইংরেজি মাধ্যমে থাকা লাগবে। ন্যূনতম ৫০ শতাংশ নম্বর, তবে এস সি, এস টি প্রার্থীর পাশ নম্বর থাকলেই যথেষ্ট এবং কম্পিউটার বিষয়ে জ্ঞান থাকা লাগবে।
পদসংখ্যা
১. ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট: ১৫৯টি পদ
২. ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট (হিন্দি): ৩টি পদ
বয়সসীমা
আবেদনকারী প্রার্থীদের বয়স ২১ থেকে ৩৫ বছরের মধ্যে হওয়া আবশ্যক। তবে এস সি ,এস টি ও ওবিসি প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী ৪০ ও ৩৮ বছর বয়সের ছাড় দেওয়া হয়েছে।
বেতন স্কেল
এই পদে নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ২৩,১০০ থেকে ৪৬,৫০০ টাকা বেতন প্রদান করা হবে।
নিয়োগ প্রক্রিয়া
তিনটি ধাপে হবে নিয়োগ প্রক্রিয়া। প্রথম ধাপে, একটি প্রিলিমিনারি পরীক্ষা ১০০ নম্বরের হবে। এরপরে দ্বিতীয় ধাপে, মেইন পরীক্ষা ১৩৫ নম্বরের হবে এবং তৃতীয় ধাপে একটি ল্যাঙ্গুয়েজ প্রোফিসেন্সি পরীক্ষা নিবে। তারপরেই মিলবে ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের এর পক্ষ থেকে আপনার হাতে নিয়োগপত্র।
আবেদন ফি
SC ও ST প্রার্থীদের জন্য আবেদন ফি দিতে হবে না, তবে ইন্টিমেশন চার্জ ১০০ টাকা দিতে হবে। জেনারেল এবং OBC প্রার্থীদের জন্য আবেদন ফি ৪৫০ টাকা এবং ইন্টিমেশন চার্জ ১০০ টাকা। উভয়ের ক্ষেত্রে জিএসটি চার্জ (১৮%) দিতে হবে।
পরীক্ষা কেন্দ্র
দেশজুড়ে বিভিন্ন শহরে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পশ্চিমবঙ্গের প্রার্থীদের জন্য কলকাতায় পরীক্ষা কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।
পরীক্ষা সময়সূচি
প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২১ ফেব্রুয়ারি।
এবং মেইন পরীক্ষা অনুষ্ঠিত হবে ১২ এপ্রিল।
কীভাবে আবেদন করতে হবে
আপনাকে সবার প্রথমে nabard অফিশিয়াল ওয়েবসাইট এ যেতে হবে। নিউ রেজিস্ট্রেশন এ ক্লিক করে আপনার সমস্ত তথ্য দিয়ে পূরণ করে নিন।
https://ibpsreg.ibps.in/nabhindec25/basic_details.php
বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ও জানতে এই লিঙ্কে ক্লিক করুন।
https://www.nabard.org/auth/writereaddata/CareerNotices/1701263549Final%20Advertisement%20DA,DA(H)%20-%202026.pdf?csrt=62392037523909908














