Bangla News Dunia, Pallab : অবশেষে ঘোষণা করা হল NEET PG এন্ট্রান্স পরীক্ষার তারিখ সুপ্রিম কোর্ট শুক্রবার নির্দেশ দিয়েছে, মেডিক্যাল স্নাতকোত্তর প্রবেশিকা NEET PG ২০২৫ পরীক্ষা ৩ আগস্ট এক শিফটে অনুষ্ঠিত হবে। আদালত স্পষ্ট জানিয়েছে, পরীক্ষার জন্য আর কোনও সময় বাড়ানো হবে না।
আরও পড়ুন : জানা গেল কবে প্রকাশ হবে ক্লার্ক ও গ্রুপ-ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি, অভিজ্ঞতার জন্য বিশেষ নম্বর
আগে পরীক্ষা হওয়ার কথা ছিল ১৫ জুন, কিন্তু এনবিইএমএস প্রযুক্তিগত ও কেন্দ্রের প্রস্তুতির কারণে তা স্থগিত করেছিল। সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় পরীক্ষা এক শিফটে নেওয়া হবে, কারণ দুই শিফটে পরীক্ষায় স্বচ্ছতার অভাব দেখা দেয়।
NBEMS জানিয়েছে, এক শিফটে পরীক্ষা নিতে প্রায় ১,০০০ কেন্দ্র প্রয়োজন এবং তাদের প্রযুক্তি অংশীদার টাটা কনসালটেন্সি সার্ভিসেস(TCS) কাজ করবে।