Bangla News Dunia, Pallab : চলতি বছরের NEET UG পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য সুখবর। কেন্দ্রীয় মেডিকেল কাউন্সেলিং কমিটি (MCC) ঘোষণা করেছে, ২১ জুলাই থেকে শুরু হচ্ছে স্নাতক স্তরের মেডিকেল কোর্সে (MBBS, BDS ও B.Sc Nursing) কাউন্সিলিং প্রক্রিয়া। চলবে চার দফায়। কাউন্সেলিং প্রক্রিয়া চলবে ৩ অক্টোবর পর্যন্ত।একসঙ্গে শুরু হচ্ছে রাজ্য ও সর্বভারতীয় কোটার কাউন্সেলিং, এই প্রক্রিয়া চারটি রাউন্ডে চলবে
আরও পড়ুন : ম্যায় হুঁ না ! শুভেন্দু-সুকান্তকে বিশেষ বার্তা দিলীপের
- রাউন্ড ১,
- রাউন্ড ২,
- মপ-আপ রাউন্ড (Round 3),
- স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড (Round 4)।
সর্বশেষ ভর্তি তারিখ: ৩ অক্টোবর ২০২৫।
যাঁরা এবারের NEET UG 2025 পরীক্ষায় পাশ করেছেন, তাঁরা সর্বভারতীয় কোটার ১৫ শতাংশ আসনে ভর্তি হওয়ার জন্য আবেদন করতে পারবেন। এই কোটার আওতায় দেশের বিভিন্ন রাজ্যের পড়ুয়ারা ভারতের যেকোনো রাজ্যের সরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে পারবেন। এই কোটার মাধ্যমে ভর্তি হয়— AIIMS, JIPMER, BHU, AMU,ESIC-এর মতো কেন্দ্রীয় সরকারি মেডিকেল কলেজগুলোতে। এছাড়াও ভর্তি হয় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ও ডিমড (স্বশাসিত) মেডিকেল কলেজগুলোতে।
কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করতে পারবেন এ বছরের নিট ইউজি ( NEET UG 2025) উত্তীর্ণরাই। এর জন্য জেনারেল ক্যাটেগরিভুক্তদের ৫০ পার্সেন্টাইল নম্বর এবং সংরক্ষিত শ্রেণিভুক্তদের ৪০ পার্সেন্টাইল নম্বর থাকতে হবে এছাড়াও PwD (দৃষ্টিহীন/শারীরিক প্রতিবন্ধী) প্রার্থীদের জন্য ন্যূনতম ৪৫ পার্সেন্টাইল নম্বর থাকতে হবে।
কেন্দ্রীয় স্তরে কাউন্সিলিং প্রক্রিয়া একনজরে দেখে নিন
কেন্দ্রীয় স্তরে প্রথম রাউন্ডের রেজিস্ট্রেশন ও পেমেন্ট গ্রহণ করা হবে ২১ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত, যেখানে পেমেন্টের শেষ সময় নির্ধারিত রয়েছে ২৮ জুলাই বিকেল ৩টা পর্যন্ত। চয়েস ফিলিং করা যাবে ২২ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত এবং চয়েস লকিং-এর সুযোগ থাকবে ২৮ জুলাই বিকেল ৪টা থেকে রাত ১১:৫৫টা পর্যন্ত। আসন বরাদ্দ হবে ২৯ ও ৩০ জুলাই, এবং ফলাফল প্রকাশিত হবে ৩১ জুলাই। এরপর রিপোর্টিং বা কলেজে ভর্তি করতে হবে ১ থেকে ৬ আগস্টের মধ্যে, আর ভর্তি হওয়া প্রার্থীদের তথ্য যাচাই করা হবে ৭ ও ৮ আগস্ট।
দ্বিতীয় রাউন্ডে কেন্দ্রীয় স্তরের রেজিস্ট্রেশন ও পেমেন্ট চলবে ১২ থেকে ১৮ আগস্ট পর্যন্ত (পেমেন্টের শেষ সময় ১৮ আগস্ট বিকেল ৩টা), চয়েস ফিলিং ও লকিং হবে ১৩ থেকে ১৮ আগস্ট, আসন বরাদ্দ ১৯–২০ আগস্ট, ফল ঘোষণা ২১ আগস্ট, ভর্তি ২২–২৯ আগস্ট, এবং যাচাই ৩০ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর।
তৃতীয় রাউন্ডে রেজিস্ট্রেশন ও পেমেন্ট চলবে ৩–৮ সেপ্টেম্বর, পেমেন্ট শেষ সময় ৮ সেপ্টেম্বর বিকেল ৩টা, চয়েস ফিলিং ও লকিং ৮ সেপ্টেম্বর রাত ১১:৫৫টা পর্যন্ত, ফল ১১ সেপ্টেম্বর, ভর্তি ১২–১৮ সেপ্টেম্বর, যাচাই ১৯–২১ সেপ্টেম্বর।
চূড়ান্ত রাউন্ড অর্থাৎ স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডে রেজিস্ট্রেশন ও পেমেন্ট হবে ২২–২৪ সেপ্টেম্বর (শেষ সময় ২৪ তারিখ সন্ধ্যা ৬টা), চয়েস ফিলিং ২২–২৫ সেপ্টেম্বর, ফল ২৭ সেপ্টেম্বর, ও ভর্তি শেষ হবে ৩ অক্টোবর ২০২৫।
রাজ্যে NEET UG 2025 কাউন্সেলিং কবে শুরু, দেখে নিন রেজিস্ট্রেশন থেকে ভর্তি পর্যন্ত সকল দিন-তারিখ
প্রথম রাউন্ডের জন্য নাম নথিভুক্তিকরণ বা রেজিস্ট্রেশন এবং টাকা জমা নেওয়া হবে ২১ জুলাই থেকে ৩০ জুলাইয়ের মধ্যে। নিজেদের পছন্দ নিশ্চিত করা (চয়েস লকিং)-র সুবিধা দেওয়া হবে ২১ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত। প্রথম রাউন্ডে আসন বরাদ্দ করা হবে ৩০ জুলাই থেকে ৬ অগস্ট পর্যন্ত। এর পর ভর্তি হওয়ার শেষ দিন ৬ অগস্ট। ভর্তি হওয়া প্রার্থীদের তথ্য যাচাই হবে ১৩ এবং ১৪ আগস্ট পর্যন্ত।
দ্বিতীয় রাউন্ডে আসন বরাদ্দ করার রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে ১২ অগস্ট থেকে ২০ অগস্ট পর্যন্ত। আসন বরাদ্দ হবে ১৯ থেকে ২৯ অগস্টের মধ্যে। ভর্তি শেষ করতে হবে ২৯ অগস্টের মধ্যেই। এরপর ভর্তি হওয়া প্রার্থীদের যাচাই হবে ৫ ও ৬ সেপ্টেম্বর।
তৃতীয় রাউন্ডের জন্য কাউন্সেলিং চলবে ৩ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। এই রাউন্ডের ভর্তি শেষ হবে ১৮ সেপ্টেম্বরের মধ্যে। ফলাফলের ভিত্তিতে যাচাই হবে ২৪ সেপ্টেম্বর।
শেষ রাউন্ড, অর্থাৎ স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডে রেজিস্ট্রেশন চলবে ২২ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। আসন বরাদ্দ চলবে ২৫ থেকে ২৯ সেপ্টেম্বর। সব মিলিয়ে রাজ্য পর্যায়ের ভর্তি প্রক্রিয়া শেষ হবে ৩ অক্টোবর ২০২৫।