Nepal Flood Situation | প্রবল বর্ষণে ভয়াবহ পরিস্থিতি নেপালের, মৃত্যু ৫১ জনের, পাশে থাকার আশ্বাস নরেন্দ্র মোদির   

By Bangla News Dunia Dinesh

Published on:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ প্রবল বর্ষণে পাহাড়-ডুয়ার্সে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে কমপক্ষে ২৮ জনের। ভয়াবহ বৃষ্টির জেরে বিধ্বস্ত প্রতিবেশী দেশ নেপাল। হড়পা বান, ভূমিধসের জেরে সেখানে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৫১ জনের। প্রতিবেশী দেশের এই ভয়াবহ পরিস্থিতিতে নেপালের পাশে থাকার আশ্বাস দিয়েছে ভারত। সোশাল মিডিয়ায় বার্তা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানালেন, ‘কঠিন এই সময়ে নেপালের মানুষের পাশে রয়েছে ভারত সরকার। ভারত প্রতিবেশীর বিপদে সবরকম সাহায্য করতে প্রস্তুত।’

এক্স হ্যান্ডেলে মোদি লেখেন, ‘নেপালে ভারী বৃষ্টিপাতের জেরে প্রাণহানি এবং ক্ষয়ক্ষতির ঘটনা অত্যন্ত দুঃখজনক। এই কঠিন সময়ে আমরা নেপালের সাধারণ মানুষ এবং সরকারের পাশে আছি। বন্ধু প্রতিবেশীর বিপদে তাদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দেওয়াই আমাদের অগ্রাধিকার। এই কঠিন সময়ে যে কোনও প্রয়োজনীয় সহায়তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ ভারত।’

জানা গিয়েছে, গত শুক্রবার থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে নেপালে। এই বৃষ্টির জেরেই প্রায় সব নদীই বিপদসীমার উপর দিয়ে বইছে। বহু জায়গায় ভূমিধসের ঘটনা ঘটেছে। নেমেছে হড়পা বান। বন্ধ হয়ে গিয়েছে রাস্তাঘাট। টানা বৃষ্টিপাতের জেরে সেখানে ‘রেড জোন’ ঘোষণা করা হয়েছে। ভারী বৃষ্টিপাতের পর সপ্তকোশি নদীর জলস্তর দ্রুত বৃদ্ধি পাওয়ায় ভারত সীমান্তবর্তী কোশী বাঁধের ৫৬টি গেট খুলে দেওয়া হয়েছে। নদীতীরবর্তী অঞ্চল থেকে সরিয়ে দেওয়া হচ্ছে বাসিন্দাদের। ভারত সীমান্তবর্তী পূর্ব ইলম জেলায় মৃত্যু হয়েছে ২৮ জনের। বন্যায় ভেসে গিয়ে নিখোঁজ হয়েছেন ৯ জন। এছাড়া দেশের নানা প্রান্তে বিদ্যুৎপৃষ্ট হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মৃতের সংখ্যা পৌঁছে গিয়েছে ৫১ তে। দুর্গতদের উদ্ধারকাজে নেমেছে প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা বাহিনী।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন