New PAN Card: মাত্র ৮ টাকাতেই বানান নতুন প্যান কার্ড PAN 2.0! বানালেই পাবেন এইসব সুবিধাগুলি – Kajer Subidha

By Bangla News Dunia Dinesh

Published on:

এবার আধুনিক প্রযুক্তির প্যান কার্ড (PAN Card) মিলবে মাত্র ৮ টাকাতেই। আয়কর রিটার্ন থেকে শুরু করে যেকোনও আর্থিক লেনদেনের জন্য প্যান কার্ড সবথেকে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। কিন্তু ডিজিটাল ব্যবস্থাকে আরও স্মার্ট করে তুলতে কেন্দ্রীয় সরকার এবার PAN 2.0 চালু করেছে, যা আগের প্যান কার্ডের আপগ্রেডেড সংস্করণ। কিন্তু কীভাবে বানাবেন, আর কী কী কাজে লাগবে এই প্যান কার্ড? জানতে হলে প্রতিবেদনটি পড়ুন।

পুরনো প্যানের জায়গায় এবার নতুন ডিজিটাল PAN 2.0

আসলে গত বছরের ২৫ নভেম্বর কেন্দ্র সরকার এই নতুন PAN 2.0 প্রকল্প চালু করেছিল। এক সময় যেখানে প্যান কার্ডের জন্য বিভিন্ন পোর্টালে ছুটতে হতো, এবার সব পরিষেবাই এক জায়গায় মিলছে। এমনকি একই ডিজিটাল প্ল্যাটফর্মেই তা পাওয়া যাবে।

সহজ ভাবে বলতে গেলে, আপনার পুরনো প্যান কার্ডের স্মার্ট, সিকিউর এবং ডিজিটাল সংস্করণ হল এই নতুন PAN 2.0। আর এতে পরিষেবার একীকরণ হচ্ছে। পাশাপাশি কিউআর কোড যুক্ত নিরাপত্তা ব্যবস্থা পাওয়া যাবে। আর কার্ড প্রিন্টের ঝামেলা নেই। এছাড়া নতুন কিউআর কোড স্ক্যান করলেই যাবতীয় তথ্য পাওয়া যাবে। ফলে ভুয়ো প্যান দিয়ে প্রতারণা করা প্রায় অসম্ভব হয়ে উঠব ।

কী কী সুবিধা মিলছে?

নতুন PAN 2.0-তে যে সুবিধাগুলি পাওয়া যাচ্ছে সেগুলি হল—

  • উন্নত প্রযুক্তির মাধ্যমে পুরনো প্যানকে আধুনিক রুপ দেওয়া যাবে।
  • স্মার্ট কিউআর কোড থাকবে যার মাধ্যমে দ্রুত পরিচয় যাচাই করা যাবে।
  • সমস্ত পরিষেবা এক পোর্টালেই থাকবে। অর্থাৎ, প্যান কার্ড তৈরি থেকে শুরু করে সংশোধন, ডাউনলোড সবই এক জায়গায় মিলবে। 
  • ডিজিটাল ভাবেই সব কাজ মিটবে। কার্ড প্রিন্টের কোনওরকম ঝামেলা নেই।

কীভাবে আপগ্রেড করবেন PAN 2.0?

প্রথমে বলে রাখি, এত কিছু সুবিধা মাত্র ৮ টাকাতেই মিলবে। এর জন্য আপনাকে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে—

  • প্রথমে আপনাকে NSDL এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। 
  • এবার সেখানে প্যান নম্বর, আধার নম্বর ও জন্ম তারিখ লিখতে হবে। 
  • এবার রেজিস্টার্ড মোবাইল নম্বরে আসা ওটিপি ইনপুট করতে হবে।
  • এবার সমস্ত শর্ত মেনে পেমেন্ট অপশনে ক্লিক করতে হবে।
  • সবশেষে মাত্র ৮.২৬ টাকা ফি পরিশোধ করলে ৩০ দিনের মধ্যে ইমেলের মাধ্যমে আপনার ডিজিটাল PAN 2.0 চলে আসবে।

আরও পড়ুনঃ প্যান কার্ড থাকলে ১০,০০০ টাকা জরিমানা দিতে হতে পারে! কীভাবে বাঁচবেন জেনে নিন

PAN 2.0 প্রিন্ট করতে গেলে কী করবেন?

যদি আপনি নতুন PAN 2.0 প্রিন্ট করতে চান, তাহলে আপনাকে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে—

  • প্রথমে NSDL এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। 
  • এরপর প্যান, আধার এবং জন্ম তারিখের তথ্য ইনপুট করতে হবে। 
  • এরপর চেকবক্সে টিক দিয়ে সাবমিট করতে হবে।
  • এরপর ওটিপি ভেরিফাই করতে হবে।
  • সবশেষে পেমেন্ট করলে ১৫ থেকে ২০ দিনের মধ্যে পোস্ট অফিসের মাধ্যমে আপনার প্যান কার্ড পৌঁছে যাবে।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন