New Voter ID Card Online Apply 2026: নতুন ভোটার কার্ড অনলাইন আবেদন ও ডাউনলোড পদ্ধতি দেখুন!

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

আপনার বয়স কি ১৮ বছর বা তার বেশি? কিন্তু এখনও ভোটার কার্ডের জন্য আবেদন করেননি? তাহলে জেনে নিন—কিভাবে ঘরে বসেই অনলাইনে নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করবেন এবং কী কী নথিপত্রের প্রয়োজন হবে। এখন আপনি খুব সহজেই নিজের স্মার্টফোন ব্যবহার করে কয়েক মিনিটেই নতুন ভোটার কার্ডের আবেদন সম্পূর্ণ করতে পারবেন।

নতুন ভোটার কার্ডের আবেদন করার পাশাপাশি এখন অনলাইন থেকেই আপনার ডিজিটাল ভোটার কার্ড (e-EPIC) ডাউনলোড করতে পারবেন। এছাড়াও, পোস্ট অফিসের মাধ্যমে বাড়িতে পৌঁছে যাবে PVC স্মার্ট ভোটার কার্ড। তাহলে চলুন দেখে নেওয়া যাক—কিভাবে ঘরে বসেই অনলাইনে নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করবেন।

রাজ্যে এসআইআর (Special Intensive Revision) শুরু হওয়ার পরে ভোটার কার্ডের আবেদন ফর্মে অনেক নিয়ম ও অপশনে পরিবর্তন এসেছে। নতুন ভোটার কার্ড তৈরি করার সময় অনলাইনে কোন কোন নতুন অপশন যোগ করা হয়েছে এবং সেই অপশনগুলো কিভাবে ব্যবহার করবেন—সবকিছু ধাপে ধাপে আজকের প্রতিবেদনে জানানো হয়েছে।

নতুন ভোটার কার্ড কিভাবে অনলাইন আবেদন করবেন – New Voter Id Card Online Apply West Bengal

১) সর্বপ্রথম আপনাকে Voter Service Portal এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এছাড়াও নিচের লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন।

২) ভোটার সার্ভিস পোর্টালের হোম পেজে থাকা সাইন আপে (Sign Up) ক্লিক করে মোবাইল নাম্বার, নাম উল্লেখ করে রেজিস্ট্রেশন করুন। এরপর লগইন (Log In) এ ক্লিক করে রেজিস্টার মোবাইল নাম্বার উল্লেখ করে লগইন করুন।

৩) এরপর ড্যাশবোর্ডে থাকা Voter Form 6 এর নিচে Fill Form 6 লেখায় ক্লিক করুন।

৪) আপনার সামনে নতুন ভোটার কার্ড তৈরি করার জন্য অনলাইন আবেদন ফর্মটি চলে আসবে। এখানে কয়েকটি ধাপ পূরণ করতে হবে। চলুন দেখে নেওয়া যাক –

A) এখানে রাজ্যের নাম, জেলার নাম ও বিধানসভা উল্লেখ করুন।
B – Personal Details) এখানে আপনার নাম ও পাসপোর্ট সাইজের ফটো আপলোড করুন ও Next করুন।
C – Relative Name) এখানে আপনার অভিভাবকের নাম উল্লেখ করুন।
D – Contact Details) এখানে আপনার মোবাইল নাম্বার ও জিমেইল আইডি উল্লেখ করুন Self বক্সে টিক মার্ক করে। এরপর Next এ ক্লিক করুন।

E – Aadhaar Details) এখানে আপনি চাইলে আপনার আধার কার্ড নম্বর উল্লেখ করতে পারেন।
F – Gender) এখানে আপনি আপনার লিঙ্গ উল্লেখ করুন।
G – Date Of Birth) এখানে আপনার জন্ম তারিখ উল্লেখ করুন ও নিচে 2MB এর মধ্যে জন্মে প্রমান স্বরূপ একটি নথি আপলোড করুন।
H – Present Address Details) এখানে আপনার বর্তমান ঠিকানা উল্লেখ করুন। এরপর বর্তমান ঠিকানার প্রমান স্বরুপ একটি নথি আপলোড করুন 2MB এর মধ্যে।
I – Category Of Disability) এই ধাপে, আপনি যদি শারিরীক অক্ষম হয়ে থাকেন সেই তথ্য উল্লেখ করুন নয়তো Next এ ক্লিক করুন।
J) এই ধাপে আপনার উল্লেখিত বর্তমান ঠিকানায় যদি আপনার পরিবারের কোনো সদস্য বসবাস করছে ও তার ভোটার কার্ড রয়েছে, তাহলে তার নাম, সম্পর্ক ও ভোটার কার্ড নম্বর উল্লেখ করুন নয়তো Next করুন।

৫) এরপর Declaration Form টি পূরণ করুন, এখানে বাবার নাম, মায়ের নাম ও বিবাহিত হলে স্বামী কিংবা স্ত্রীর নাম ও তাদের ভোটার কার্ড নম্বর থাকলে তা উল্লেখ করুন।

৬) এরপর নিচে নতুন যে অপশন যুক্ত হয়েছে তা হলো –

ক) যদি পরিবারের বাবা/মা/ঠাকুমা/ঠাকুরদা – কারো নাম ২০০২ সালের কিংবা শেষ ভোটার এসআইআর এ নাম রয়েছে, তাহলে My Parents Name exist in the electoral roll of the last SIR এটি সিলেক্ট করুন। এরপর নিচে SIR তথ্য উল্লেখ করুন।
খ) আর যদি পরিবারের কারো নাম শেষ ভোটার SIR এর লিস্টে না থাকে তাহলে – Neither my name nor my parents name exists in the electoral roll of last SIR এটি সিলেক্ট করুন। এরপর Next এ ক্লিক করুন।

K – Declaration) এই ধাপে আপনার জন্ম কোন জায়গায় হয়েছে তা উল্লেখ করুন ও বর্তমানে যে ঠিকানায় বসবাস করছেন,৷ সেখানে কতদিন ধরে তার মাস ও সাল উল্লেখ করে Next করুন।
L – Captcha) এখানে উল্লেখিত ক্যাপচার কোড উল্লেখ করে Send OTP তে ক্লিক করুন। এরপর OTP ভেরিফাই করে Preview & Submit এ ক্লিক করুন।

৭) এরপর আবেদনের Preview দেখতে পারবেন, সবকিছু ঠিকঠাক থাকলে eSign & Submit এ ক্লিক করুন।

৮) পরবর্তী পেজে আধার কার্ড নম্বর উল্লেখ করে Get OTP তে ক্লিক করুন। এরপর OTP বসিয়ে দিয়ে সাবমিট করলেই আবেদন হয়ে যাবে। আবেদন হয়ে গেলে Acknowledgement Slip পেয়ে যাবেন ও রেফারেন্স নাম্বার পাবেন, যা দিয়ে পরবর্তীতে আবেদনের স্ট্যাটাস চেক করতে পারবেন।

Voter Id Card Online west Bengal Link:- Click Now

ভোটার কার্ড স্ট্যাটাস চেক অনলাইন পদ্ধতি – Voter Card Online Apply Status Check –

১) সর্বপ্রথম ভোটার সার্ভিস পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে আসুন। নিচের লিংকে ক্লিক করেও সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন।

২) এরপর হোম পেজে থাকা Track Application Status এ ক্লিক করুন।

৩) পরবর্তী পেজে আবেদন করার পর পাওয়া রেফারেন্স নাম্বার উল্লেখ করে সার্চে ক্লিক করুন।

৪) এখন দেখে নিন, আবেদন এপ্রুভ হয়েছে নাকি পেন্ডিং রয়েছে ইত্যাদি। আবেদন এপ্রুভ হলে সেখানেই নতুন ভোটার কার্ড নম্বর দেখতে পারবেন। এছাড়াও দেখতে পারবেন আপনার ভোটার কার্ড পাঠানো হলে Tracking Number দেখতে পারবেন। এছাড়াও e-Epic Card (ভোটার কার্ড) অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন।

Voter Card Status Check Online Link:- Click Now

ভোটার কার্ড অনলাইন ডাউনলোড – e Epic Card Online Download West Bengal

১) সর্বপ্রথম ভোটার সার্ভিস পোর্টালের অফিসিয়াল হোম পেজে আসুন, এছাড়াও নিচের লিংকে ক্লিক করেও সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন।

২) এরপর হোম পেজে থাকা e-Epic Download লেখায় ক্লিক করুন।

৩) পরবর্তী পেজে ভোটার কার্ড নম্বর কিংবা রেফারেন্স নাম্বার উল্লেখ করুন। এরপর রাজ্যের নাম সিলেক্ট করে সার্চে ক্লিক করুন।

৪) নিচে ভোটারের তথ্য চলে আসবে ও কোন মোবাইল নাম্বার বা জিমেইল আইডি লিংক রয়েছে তা দেখতে পারবেন। এরপর নিচে থাকা Send OTP তে ক্লিক করুন।

৫) আপনার ভোটার কার্ডে লিংক যুক্ত মোবাইল নম্বরে আসা OTP বসিয়ে Verify করুন। এরপর Download e-EPIC এ ক্লিক করে ভোটার কার্ড ডাউনলোড করে নিন।

e EPIC Card ( Voter Card) Online Download Link:- Click Now

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন