উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নিউইয়র্কের লাগুয়ার্ডিয়া বিমানবন্দরে (LaGuardia Airport) ডেল্টা এয়ারলাইন্সের (Delta Airlines) দুটি বাণিজ্যিক বিমানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার স্থানীয় সময় রাত ৯টা ৫৬ মিনিট নাগাদ ট্যাক্সিং (Taxiing) করার সময় এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের তীব্রতায় একটি বিমানের ডানা সম্পূর্ণরূপে ভেঙে যায়। ঘটনায় একজন যাত্রীর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এয়ার ট্র্যাফিক কন্ট্রোল (ATC) অডিও থেকে জানা যায়, দুটি জেট বিমান যখন টারম্যাকে চলছিল, তখন একটি বিমানের সামনের অংশটি (nose) অন্যটির ডানদিকের ডানায় (right wing) ধাক্কা মারে। সংঘর্ষের ফলে ডানাটি প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। এটিসি অডিওতে পাইলটরা তাঁদের বিমানের উইন্ডশিল্ডেও (windshield) ক্ষতি হওয়ার কথা জানান।যদিও ডেল্টা এয়ারলাইন্সের পক্ষ থেকে এখনও এই সংঘর্ষের ঘটনা নিয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
তবে এটিই প্রথম নয়। এই লাগুয়ার্ডিয়া বিমানবন্দরে সাম্প্রতিক মাসগুলোতে একাধিক দুর্ঘটনা ঘটেছে, যা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন তুলেছে। এর আগে গত মার্চ মাসেও ডেল্টার একটি বিমান অবতরণের চেষ্টার সময় রানওয়েতে বিমানটির ডানা আঘাত করে। সেই ঘটনায় ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) তদন্তও শুরু করেছিল।














