NIT Durgapur Job Recruitment: চাকরি প্রার্থীদের জন্য সুখবর, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি দুর্গাপুর (NIT) তরফে একাধিক নন টিচিং পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। পশ্চিমবঙ্গের সকল চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। তাই যারা দীর্ঘদিন যাবত সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তারা আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন। নিম্নে বিজ্ঞপ্তি সংক্রান্ত যাবতীয় তথ্য যথা- শূন্য পদের নাম, মোট শূন্য পদের সংখ্যা, আবেদন যোগ্যতা, আবেদন পদ্ধতি, আবেদন কবে শুরু হয়েছে এবং কতদিন পর্যন্ত চলবে প্রভৃতি বিস্তারিত তথ্য আলোচনা করা হলো।

সম্পর্কিত পোস্ট
রাজ্য সরকারি কর্মীদের জন্য দারুণ সুসংবাদ! এক ধাক্কায় বিপুল বেতন বৃদ্ধি হচ্ছে – জারি নশা বিজ্ঞপ্তি- WB Govt Employees Pay Commission
পদের নাম:
দুর্গাপুর ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির তরফে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে মূলত ননটিচিং পদে নিয়োগ করা হবে। নন টিচিং পদগুলির নাম এবং পদ গুলোতে মোট শূন্যপদ কত রয়েছে তা নিম্নে আলোচনা করা হলো।
মোট শূন্য পদের সংখ্যা:
প্রধান বৈজ্ঞানিক/প্রধান কারিগরি কর্মকর্তা পদে শূন্য পদ ২ টি। তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদে শূন্য পদ ১টি। উপ-গ্রন্থাগারিক পদে শূন্য পদ ১টি। সিনিয়র এসএএস অফিসার পদে শূন্য পদের সংখ্যা ১ টি। মেডিকেল অফিসার পদে শূন্য পদের সংখ্যা ১টি। সহকারী রেজিস্ট্রার পদে শূন্য পদের সংখ্যা ২ টি। সহকারী গ্রন্থাগারিক পদে শূন্য পদের সংখ্যা ১ টি। বৈজ্ঞানিক/কারিগরি কর্মকর্তা পদে শূন্য পদের সংখ্যা ১ টি। কারিগরি সহকারী/জুনিয়র প্রকৌশলী পদে শূন্য পদের সংখ্যা ২৫ টি। গ্রন্থাগার ও তথ্য সহকারী পদে ১টি। সুপারিনটেন্ডেন্ট পদে ৫ টি। সিনিয়র টেকনিশিয়ান পদে ১৩টি। সিনিয়র সহকারী পদে ৭ টি। টেকনিশিয়ান পদে ২৬ টি। জুনিয়র সহকারী পদে ১৪ টি। ল্যাব অ্যাটেনডেন্ট/অফিস অ্যাটেনডেন্ট পদে শূন্য পদের সংখ্যা ১৭টি।
বয়স সীমা:
আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের বয়স পদ অনুযায়ী বয়সসীমা ভিন্ন রয়েছে। ন্যূনতম ১৮ বছর থেকে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করা যাবে। আবেদনের সর্বোচ্চ বয়সসীমা রাখা হয়েছে ৩০ বছর থেকে ৫৬ বছর। আপনি যে পদে আবেদন করবেন তার বয়স সীমা জানতে অফিশিয়াল নোটিফিকেশন দেখুন। আমাদের প্রতিবেদনের নিচে অফিসিয়াল নোটিফিকেশনের লিংক দেওয়া রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা:
প্রিন্সিপাল সায়েন্টিফিক/প্রিন্সিপাল টেকনিক্যাল অফিসার পদে আবেদনকারীর বিই/বি.টেক/এম.এসসি/এমসিএ ডিগ্রি সম্পন্ন থাকতে হবে। সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার পদে আবেদনের জন্য বিই/বি.টেক ডিগ্রি অর্জন করতে হবে। ডেপুটি লাইব্রেরিয়ান পদে আবেদনের জন্য মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। মেডিকেল অফিসার, সহকারী লাইব্রেরিয়ান, সহকারী রেজিস্ট্রার, সিনিয়র এসএএস অফিসার প্রভৃতি পদে আবেদনের জন্য এমবিবিএস ডিগ্রি/ টেকনিক্যাল অফিসার বিই/বি.টেক/এম.এসসি/এমসিএ কারিগরি সহকারী/জুনিয়র ইঞ্জিনিয়ার বিই/বি.টেক/এমসিএ লাইব্রেরি ও তথ্য সহকারী ডিগ্রি সুপারিনটেন্ডেন্ট ডিগ্রি, মাস্টার্স ডিগ্রি প্রভৃতি থাকতে হবে। সিনিয়র টেকনিশিয়ান পদে আবেদনের জন্য দ্বাদশ শ্রেণী পাস এবং ডিপ্লোমা থাকতে হবে। সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়ার এসিস্ট্যান্ট পদে আবেদনের জন্য দ্বাদশ শ্রেণি পাস করতে হবে।
আবেদন পদ্ধতি:
অনলাইন আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। তার জন্য আবেদনকারী কে দুর্গাপুর ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইডে গিয়ে আবেদনের ফরমটি পূরণ করতে হবে। আবেদন চলাকালীন আবেদনকারীর নাম ঠিকানা সহ শিক্ষাগত যোগ্যতার যাবতীয় নথিপত্র গুলো প্রদান করতে হবে। সবশেষে আবেদন ফি প্রদান করলেই আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে।
আবেদন মূল্য:
অনলাইন আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ জানাতে হবে। তার জন্য আবেদনকারী কে আবেদন মূল্য হিসেবে আবেদন এর পদ অনুযায়ী ১০০০ টাকা থেকে ১৫০০ টাকা প্রদান করতে হবে।
আবেদন শেষ তারিখ:
আবেদন প্রক্রিয়ায় যারা অংশগ্রহণ করতে চান তারা অনলাইনের মাধ্যমে ১২ নভেম্বর ২০২৫ থেকে ০২ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন। বিজ্ঞপ্তি সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানতে আপনারা ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি দুর্গাপুরের অফিশিয়াল ওয়েবসাইটে প্রদত্ত অফিসিয়াল নোটিফিকেশনটি দেখুন। আপনাদের সুবিধার্থে অফিসিয়াল নোটিফিকেশনের লিংক প্রতিবেদনের নিচে প্রদান করা হলো।
আরও পড়ুন
স্বাস্থ্য দপ্তরে ফের জেলা ভিত্তিক কর্মী নিয়োগ শুরু, একাধিক পদে পাবেন সুযোগ – WB Health Recruitment 2025
Bongo Sathi is an online Portal, We Daily give You content about Government Update such as Job,Scheme,Latest Announcement, Employment and Education, Banking and Others.














