Nobel Prize | মাইক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিংয়ে বিশেষ অবদান, পদার্থবিদ্যায় নোবেলজয় ৩ বিজ্ঞানীর

By Bangla News Dunia Dinesh

Published on:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মাইক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিংয়ে বিশেষ অবদান। ২০২৫ সালে পদার্থবিদ্যায় (ফিজিক্স) (Physics)  নোবেল পুরস্কার (Nobel Prize) পেলেন তিন বিজ্ঞানী জন ক্লার্ক, মিশেল এইচ ডিভোরেট এবং জন এম মার্টিনিস। মঙ্গলবার পদার্থবিদ্যায় নোবেলজয়ী এই তিন বিজ্ঞানীর নাম ঘোষণা করল রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি (Royal Swedish Academy)।

নোবেল কর্তৃপক্ষ জানিয়েছে, বৈদ্যুতিক সার্কিটে ‘ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং’ এবং শক্তির পরিমাণ নির্ধারণের আবিষ্কারের জন্য তিন বিজ্ঞানীকে এবারের পদার্থবিদ্যার নোবেলের জন্য মনোনীত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘ওঁদের আবিষ্কার কোয়ান্টাম পদার্থবিদ্যার এক নতুন দিগন্ত খুলে দিয়েছে।’

পুরস্কারজয়ী তিনজনই মার্কিন বিজ্ঞানী। তাঁরা ১১ মিলিয়ান সুইডিস ক্রাউন অর্থাৎ ১.২ মিলিয়ান ডলার পুরস্কারমূল্য পাবেন। নোবেল কমিটির বিবৃতিতে বলা হয়েছে, এই বছরের পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি, কোয়ান্টাম কম্পিউটার এবং কোয়ান্টাম সেন্সর সহ পরবর্তী প্রজন্মের কোয়ান্টাম প্রযুক্তি বিকাশের সুযোগ করে দিয়েছে।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন