উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সাহিত্যে অসামান্য অবদান। এবছর সাহিত্যে নোবেল পুরস্কার (Nobel Prize 2025) পেয়েছেন হাঙ্গেরিয়ান লেখক লাজলো ক্রাজনাহোরকাই (László Krasznahorkai)। বৃহস্পতিবার তাঁর নাম ঘোষণা করেছে ‘রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্সেস’।
নোবেল কর্তৃপক্ষ জানিয়েছে, ‘মনোমুগ্ধকর এবং দূরদর্শী রচনার জন্য তাঁকে এ বছর সাহিত্যে নোবেল (Nobel Prize For Literature 2025) দেওয়া হয়েছে।’ তাঁরা জানায়, লাজলো ক্রাজনাহোরকাইয়ের লেখনি বৈশ্বিক ভয়াবহতার মধ্যে শিল্পের শক্তিকে পুনরায় নিশ্চিত করেছে।
BREAKING NEWS
The 2025 #NobelPrize in Literature is awarded to the Hungarian author László Krasznahorkai “for his compelling and visionary oeuvre that, in the midst of apocalyptic terror, reaffirms the power of art.” pic.twitter.com/vVaW1zkWPS— The Nobel Prize (@NobelPrize) October 9, 2025
লাজলো ক্রাজনাহোরকাই ১৯৫৪ সালে রোমানিয়ান সীমান্তের কাছে দক্ষিণ-পূর্ব হাঙ্গেরির (Hungary) ছোট শহর গিউলাতে জন্মগ্রহণ করেন। মধ্য ইউরোপীয় সাহিত্যের একজন মহাকাব্যিক লেখক তিনি। তাঁর সাহিত্যকর্ম বিশ্বখ্যাত সাহিত্যিক কাফকা থেকে শুরু করে থমাস বার্নহার্ডের মতো লেখকদের দ্বারা অনুপ্রাণিত। তাঁর একটি গুরুত্বপূর্ণ কাজ, ২০০৩ সালের উপন্যাস ‘এ মাউন্টেন টু দ্য নর্থ, এ লেক টু দ্য সাউথ, পাথস টু দ্য ওয়েস্ট, এ রিভার টু দা ইস্ট’। উপন্যাসটি জাপানের কিয়োটোর একটি রহস্যময় কাহিনীকে বর্ণনা করেছে। উপন্যাসটি কাব্যিক সৌন্দর্যে পরিপূর্ণ। এই উপন্যাসটির ওপর ভিত্তি করে তিনি বিশাল সাহিত্য সংকলন ‘সেইবো দেয়ার বিলো’ লেখেন। এই সংকলনে রয়েছে ১৭টি গল্প, যা এক বিশেষ বিন্যাসে সাজানো হয়েছে।
১৯০১ সাল থেকে এখনো পর্যন্ত ১১৭ বার সাহিত্যে নোবেল দেওয়া হয়েছে। সবমিলিয়ে ১২১ সাহিত্যিক নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন। যার মধ্যে ১৮ জন হলেন নারী। এছাড়া চারবার যৌথভাবে একাধিক ব্যক্তিকে সাহিত্যে নোবেল দেওয়া হয়েছে।