ওয়েসিস স্কয়ারশিপ 2025-26 শিক্ষাবর্ষের প্রশ্নোল অনলাইন আবেদন শুরু করা। নবম দল থেকে দলা ওয়েসিস স্কলারশিপ 2025-26 – এ অনলাইন আবেদন করতে পারেন। রাজ্য গণ বিভিন্ন স্কলারশিপ (স্কলারশিপ 2025) এর মধ্যে ওসিস স্কলারশিপ 2025 ও একটি গুরুত্বপূর্ণ স্কলারশিপ।
মরুদ্যান বৃত্তির মূল উদ্দেশ্য, পশ্চিমবঙ্গের মেধাবী ও আর্থিকভাবে স্বতন্ত্র ছাত্র ছাত্রীরা যাতে করে তার পরে অকারণে পিছিয়ে না যায়, এই স্কলারশিপ থাকে দেশ সরকার। ওয়েসিস স্কলারশিপ 2025 এর আরও নবান্ন স্কুলশিপ 2025, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, ঐক্যশ্রী স্কলারশিপ ইত্যাদি স্কুলশিপ রয়েছে।
ওয়েসিস স্কলারশিপ 2025-26 আবেদন করার জন্য কি ডকুমেন্টস / ওয়েসিস স্কলারশিপ 2025 ডকুমেন্টস প্রয়োজনীয় :
১) প্রার্থীর আধার কার্ড,
২) রাষ্ট্রীয় বিষয়পত্র (SC/ST/OBC)।
৩) টেকের মিডিয়াক এডমিট কার্ড (মাধ্যমিক পাশ হলে)।
৪) কাটার শেষ আক্রমণ আমেরিকা।
৫) ই জেলা পোর্টাল থেকে করা বিডিও ইনকাম সার্টিফিকেট।
৬) শিশুর জন্মের প্রমানপত্র / মিডিয়াক এডমিট কার্ড।
৭) ব্যাঙ্ক পাশবি।
৮) স্কুল / গ্রুপে গ্রুপের রসিদ।
ওসিস স্কলারশিপ ২০২৫-২৬ পশ্চিমবঙ্গে অনলাইনে আবেদন করুন:
১) ওয়েসিস স্কলারশিপ এর অফিসিয়াল পোর্টালে আপনাকে আসতে হবে, পানির লিংকে ক্লিক করে ওসিস স্কলারশিপ এর অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন।
২) ছাত্র নিবন্ধন এ ক্লিক করুন ও নেটওয়ার্ক নাম সিলেক্ট করুন (নিজ/জেলা শিক্ষা প্রতিষ্ঠান)।
৩) তার এসসি/এসটি/ওবিসি সার্টিফিকেট নম্বর ও ইস্যু তারিখ উল্লেখ করুন রেজিস্ট্রেশন করুন – নাম, ঠিকনা, মোবাইল নম্বর এবং পাস ইত্যাদি উল্লেখ করে।
৪) রেজিষ্ট্রেশন হয়েও, স্বীকৃতি স্লিপ ডাউনলোড করুন। লগইন ক্লিক করে আইডি ওডড উল্লেখ করে পাস লগইন করুন।
৫) সেখানে থাকার বাকি তথ্য বাবার নাম, মেডের নাম, শিক্ষাগত তথ্য, ব্যাঙ্কের তথ্য ইত্যাদি বসিয়ে সাবমিট করতে আবেদন করা যাবে।
৬) আবেদন আবেদন আবেদন কপি ডাউনলোড করুন এবং নিজের সিগনেচার, বাবার সিগনেচার ও গ্রুপ/এমএলপি/এমপি/বিডিও/এসডিও/কাউন্সিলর ইত্যাদি একজন আধিকারিক সিগনেচার নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বা বিডিও অফিসে জমা করুন।
৭) আমি আবেদন এপ্রুভ হতে, বাংলা ভাষায় ব্যাঙ্কে (DBT স্থানান্তর) আপনার কাছে। এছাড়াও ওয়েসিস স্কলারশিপ স্ট্যাটাস চেক 2025 করতে পারবেন, টাকা জমা হয়েছে।
এক্যশ্রী স্কলারশিপ 2025-26: ঐক্যশ্রী স্কলারশিপ 2025-26 অনলাইন আবেদন, কত টাকা ও কতদিন পর্যন্ত আবেদন দেখুন?
ওসিস স্কলারশিপ ২০২৫-২৬ স্থিতি অনলাইনে পরীক্ষা করুন:
১) ওয়েসিস স্কলারশিপ এর অফিসিয়াল পোর্টালে আসতে হবে। পানির লিংকে ক্লিক করে পোর্টালে আসতে পারবে।
২) একটি অ্যাপ্লিকেশন ট্র্যাক করুন
৩) পরবর্তী পেজে জেলা সিলেক্টর বৈঠক করুন।
৪) পরবর্তী পেজে অ্যাপ্লিকেশন আইডি, সেশন (2025-26) ও ক্যাপচার কোর্ড উল্লেখ করে স্ট্যাটাস চেক করুন এ ক্লিক করুন।
৫) বিপণন নিন, আবেদন এপ্রুভ হয়েছে, এর সাথে কোন ধাপ যাচাই করা হয়েছে।
৬) আরও বিশদে জানতে অফিসিয়াল পোর্টাল ও জিমেইল [ইমেল সুরক্ষিত] অথবা 8420023311 নম্বরে যোগাযোগ করুন।