Oasis Scholarship Update: রাজ্য সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের অধীনস্থ ওয়েসিস স্কলারশিপ (Oasis Scholarship) নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে যে সমস্ত ছাত্র-ছাত্রী এই স্কলারশিপের জন্য আবেদন করতে চলেছেন, তাঁদের জন্য রাজ্য সরকারের তরফে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশেষ করে ওবিসি (OBC) ক্যাটাগরির পড়ুয়াদের জন্য এই নির্দেশিকাটি মেনে চলা বাধ্যতামূলক করা হয়েছে। যদি এই নতুন নিয়ম না মানা হয়, তবে পরবর্তীতে স্কলারশিপের টাকা পেতে বড়সড় সমস্যার সম্মুখীন হতে পারেন ছাত্রছাত্রীরা।
ওবিসি পড়ুয়াদের জন্য নতুন নিয়মাবলী
ওয়েসিস স্কলারশিপের পোর্টালে প্রকাশিত তথ্য অনুযায়ী, এই নতুন আপডেটটি মূলত ওবিসি (OBC) ক্যাটাগরির ছাত্র-ছাত্রীদের জন্য প্রযোজ্য। বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে যে, যে সকল ওবিসি ছাত্র-ছাত্রী আগামী শিক্ষাবর্ষে স্কলারশিপের জন্য আবেদন করবেন, তাঁদের পুরনো কাস্ট সার্টিফিকেট দিয়ে আবেদন করলে চলবে না। আবেদন করার পূর্বে অবশ্যই তাঁদের জাতিগত শংসাপত্র বা Caste Certificate-টি পুনঃ বৈধকরণ (Revalidation) করতে হবে।
রিভ্যালিডেশন বা পুনঃ বৈধকরণ প্রক্রিয়া সম্পন্ন করার পর সরকারের তরফ থেকে একটি নতুন ডিজিটাল কাস্ট সার্টিফিকেট দেওয়া হবে। এই নতুন সার্টিফিকেটে প্রার্থীর সমস্ত তথ্য হালনাগাদ করা থাকবে। পুরনো সার্টিফিকেটের বদলে এই নতুন সার্টিফিকেটটি ব্যবহার করেই ওয়েসিস পোর্টালে আবেদন জানাতে হবে।
কাদের জন্য সার্টিফিকেট আপডেট করা বাধ্যতামূলক?
শুধুমাত্র সাধারণ ওবিসি প্রার্থীরাই নন, বেশ কিছু বিশেষ ক্ষেত্রেও এই নিয়মটি প্রযোজ্য। সোর্স কন্টেন্ট অনুযায়ী নিম্নলিখিত ক্ষেত্রে নতুন সার্টিফিকেট সংগ্রহ করা আবশ্যক:
- ক্যাটাগরি পরিবর্তন: যে সমস্ত প্রার্থীর নাম ওবিসি-এ (OBC-A) তালিকা থেকে ওবিসি-বি (OBC-B) তালিকায় স্থানান্তরিত করা হয়েছে, তাঁদের নতুন সার্টিফিকেট নিতে হবে।
- OBC-B থেকে OBC-A: একইভাবে, যাঁদের ওবিসি-বি থেকে ওবিসি-এ তে স্থানান্তর করা হয়েছে, তাঁদেরও নতুন শংসাপত্র প্রয়োজন।
- নতুন অন্তর্ভুক্ত সাধারণ প্রার্থী: যে সমস্ত জেনারেল বা সাধারণ ক্যাটাগরির প্রার্থীদের নাম নতুন ওবিসি লিস্টে অন্তর্ভুক্ত হয়েছে, তাঁদেরও নতুন ওবিসি সার্টিফিকেট তৈরি করে তবেই স্কলারশিপের জন্য আবেদন করতে হবে।
স্কলারশিপে আবেদনের সময় সঠিক ক্যাটাগরি (OBC-A নাকি OBC-B) নির্বাচন করা অত্যন্ত জরুরি, যা নতুন লিস্ট অনুযায়ী নির্ধারিত হবে।
অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে?
ওয়েসিস স্কলারশিপের অফিসিয়াল পোর্টালে (oasis.gov.in) এই বিষয়ে একটি স্পষ্ট বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে:
“গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি – ওবিসি (OBC) উপকারভোগীদের জন্য: যেসব ওবিসি উপকারভোগীর জাতিগত শংসাপত্র (Caste Certificate) ০১.০৮.২০২৫ তারিখের আগে ইস্যু করা হয়েছে, তাদেরকে oasis.gov.in পোর্টালে আবেদন করার আগে নতুন করে জাতিগত শংসাপত্র যাচাই (Revalidation) করার অনুরোধ করা হচ্ছে।”
অর্থাৎ, ০১.০৮.২০২৫ তারিখের পূর্বে ইস্যু করা সমস্ত ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেশন করতে হবে। এই প্রক্রিয়া সম্পন্ন হলে ছাত্রছাত্রীরা একটি QR Code এবং Digital Sign যুক্ত আধুনিক সার্টিফিকেট পাবেন, যা স্কলারশিপের আবেদনের জন্য গ্রাহ্য হবে।
নিচে সংক্ষেপে সম্পূর্ণ বিষয়টি একটি তালিকার মাধ্যমে তুলে ধরা হলো:
| বিষয় | বিস্তারিত তথ্য |
|---|---|
| স্কলারশিপের নাম | ওয়েসিস স্কলারশিপ (Oasis Scholarship) |
| শিক্ষাবর্ষ | ২০২৫-২৬ |
| কাদের জন্য আপডেট | OBC ক্যাটাগরির ছাত্র-ছাত্রী |
| প্রধান কাজ | কাস্ট সার্টিফিকেট পুনঃ বৈধকরণ (Revalidation) |
| কাট-অফ তারিখ | ০১.০৮.২০২৫ (এর আগে ইস্যু করা সার্টিফিকেট) |
| নতুন সার্টিফিকেটের বৈশিষ্ট্য | QR Code ও Digital Sign যুক্ত |
পড়ুয়াদের সুবিধার্থে জানানো হচ্ছে যে, এই রিভ্যালিডেশন প্রক্রিয়াটি নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করা বাঞ্ছনীয়। অন্যথায়, স্কলারশিপের টাকা পাওয়ার ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে।














