OBC নিয়ে ফের হাইকোর্টে নতুন মামলা ! শান্তি নেই মমতার

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : সামনে ২০২৬ বিধানসভা ভোট এই ভোটকে কেন্দ্র করে রাজ্য সরকার চাইছে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে। তবে বর্তমানে রাজ্যে ওবিসি সার্টিফিকেট দুর্নীতি মামলায় প্রায় ১২ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে তাই‌ রাজ্য সরকার বর্তমানে বেশ চাপের মধ্যে রয়েছে। তাই রাজ্য সরকার তড়িঘড়ি করে নিজেদের ভাবমূর্তি সচ্ছ করতে নতুন  নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে চাইছে। তাই নতুন সমীক্ষার মাধ্যমে ওবিসি সার্টিফিকেট পুনরায় গঠনের প্রস্তাব পেশ করেছেন।

আরও পড়ুন : ভোটার কার্ডে Adhaar লিংক সবাইকে আবার করতে হবে ! জানুন কবে থেকে

সুপ্রিম কোর্টের তরফে রাজ্য সরকারের সিদ্ধান্তের সিলমোহর প্রদান করা হলেও, বর্তমানে বিষয়টি নিয়ে বেশ জটিলতা সৃষ্টি হয়েছে। তাই রাজ্য সরকার চাইলেও বিষয়টি দুটো নিষ্পত্তি করতে পারছেন না। নিম্নে রাজ্য সরকারের তরফে ওবিসি মামলা সংক্রান্ত যে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে সেই সংক্রান্ত যাবতীয় তথ্য আলোচনা করা হলো। WB OBC Court Case Update 

ওবিসি সার্টিফিকেট দুর্নীতির অভিযোগে ২২ মে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চের নির্দেশে রাজ্যের প্রায় ১২ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিলকে ঘিরে এক চরম উত্তেজনার সৃষ্টি হয়েছিল। কলকাতা হাইকোর্টের রায় বলা হয়েছিল ২০১১ সাল থেকে শুরু করে রাজ্যের সব ওবিসি সার্টিফিকেট বাতিল করা হবে। যার ফলে রাজ্যের প্রায় ১২ লক্ষ ওবিসি সার্টিফিকেট মূল্যহীন হয়ে পড়ে। কিন্তু হাইকোর্টের এই অভিজিৎ সার্টিফিকেট পাটেল সংক্রান্ত নির্দেশ মানেনি রাজ্য সরকার। তাই সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সুপ্রিম কোর্টে যায়।

গত মঙ্গলবার বিচারপতি বিআর গাভাইয়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে রাজ্যের তরফে আইনজীবী কপিল সিব্বল জানিয়েছে যে ওবিসি তালিকার মধ্যে কোন সম্প্রদায়দের অন্তর্ভুক্ত করা যায় তা নিয়ে রাজ্য সরকার নতুন করে সমীক্ষা করছে। যার জন্য অন্তত তিনমাস সময় লাগতে পারে। সেই সময় আদালত রাজ্যের এই প্রস্তাবে মান্যতা দিয়েছে। এবং জানিয়েছে যে রাজ্য সরকার আয়োজন করা হয়েছে তা সম্পূর্ণ হতে যেহেতু তিন মাস সময় লাগবে তাই আগামী জুলাই মাসে এই মামলার পরবর্তী শুনানি হবে।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন