OBC নিয়ে বিরাট আপডেট! এই কাজ না করলে বাতিল হবে সার্টিফিকেট – OBC Application Online

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

OBC Application Online: রাজ্যের সমস্ত OBC সার্টিফিকেট ধারীদের পুনরায় কাস্ট সার্টিফিকেট আপডেট করতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, ওবিসি সার্টিফিকেট বেশ কিছু রদবদল হয়েছে। এর ফলে ওবিসি সার্টিফিকেট ধারীদের ওবিসি সার্টিফিকেটে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। তাই এই সকল পরিবর্তন গুলি আপডেট এর মাধ্যমে সঠিক করে নিতে হবে। আপনারা অনলাইনের মাধ্যমে এবং নিকটবর্তী BDO অফিস অথবা SDO অফিসের যোগাযোগের মাধ্যমে সার্টিফিকেট গুলি পুনরায় আপডেট সম্পন্ন করতে পারবেন। তাই আপনি একজন ওবিসি সার্টিফিকেটধারী হয়ে থাকলে প্রতিবেদনটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।

আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করতে চলেছি কিভাবে ওবিসি সার্টিফিকেট পুনরায় সংশোধন করবেন। এছাড়াও যারা ওবিসি সার্টিফিকেটে পূর্বে OBC- A ক্যাটাগরির অন্তর্গত ছিল বর্তমানে OBC- B ক্যাটাগরির হয়েছেন অথবা যারা OBC- B ক্যাটাগরির অন্তর্গত ছিল বর্তমানে OBC- A এর অন্তর্গত হয়েছেন তারা কিভাবে তাদের কাজ সার্টিফিকেট সংশোধন করবে সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য আলোচনা করা হলো।

সম্পর্কিত পোস্ট

PNB, SBI ও BOB ব্যাংকের বিরাট পদক্ষেপ! একাউন্ট থাকলে অবশ্যই দেখুন, পড়বে বিরাট প্রভাব – Bank New Rule 2025

OBC Application Online

OBC সার্টিফিকেট পুনরায় বৈধকরণ প্রক্রিয়া:

রাজ্যের সমস্ত ৬৪ টি জাতি যারা পূর্বে ওবিসি তালিকাভুক্ত ছিল এবং বর্তমানে নন-ক্রিমিলিয়ার অন্তর্গত তারা তাদের ওবিসি সার্টিফিকেট বৈধকরণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। নয়তো আপনারা ওবিসি সার্টিফিকেটের সুযোগ সুবিধাগুলো থেকে বঞ্চিত হবেন। নতুন রায় অনুযায়ী 2010 সালের পূর্বের ওবিসি সার্টিফিকেট গুলিকে বৈধ ঘোষণা করা হয়েছে। এর পরবর্তীকালে যে সমস্ত বিসি সার্টিফিকেটগুলো রয়েছে রয়েছে তাদের পুনরায় ওবিসি সার্টিফিকেট বৈধকরণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। এছাড়াও বেশ কিছু ওবিসি সার্টিফিকেট রয়েছে যেগুলি পূর্বে ওবিসি এ অন্তর্গত থাকলে বর্তমান ওবিসি বি পর্যায়ে পড়েছে। এছাড়াও ওবিসি বি ক্যাটাগরি ছিল যারা বর্তমানে ওবিসি এ ক্যাটাগরির অন্তর্গত হয়েছে। কিন্তু তাদের ওবিসি সার্টিফিকেট নতুন আপডেট যেহেতু সংযোজিত হয়নি, তাই তাদের বর্তমানে ওবিসি সার্টিফিকেট গুলিকে অনলাইন এবং অফলাইন উভয় প্রক্রিয়ার মাধ্যমে সংশোধন করে নিতে হবে। ‌

প্রয়োজনীয় নথি:

আপনাদের OBC সার্টিফিকেট Revalidation বা Reissue উভয় ক্ষেত্রেই সাধারণত নিচের নথিগুলি প্রয়োজন।
১. আবেদন কারীর পুরনো OBC সার্টিফিকেটের কপি।
২. জাতিগত পরিচয়ের প্রমাণ (যেমন – জাতি প্রমাণপত্র, পঞ্চায়েত/মিউনিসিপ্যাল সনদ)
৩. আবেদনকারীর পরিচয়পত্র (Aadhaar, Voter ID) প্রভৃতি।
৪. ঠিকানার প্রমাণপত্র হিসেবে রেশন কার্ড, ভোটার কার্ড।
৫. আবেদন কারীর পরিবারের Income Certificate (যদি non-creamy layer প্রমাণের জন্য লাগে)।
৬. Affidavit / Declaration যে তথ্য সত্য এবং অপরিবর্তিত রয়েছে।

আবেদন করার প্রক্রিয়া (Step-by-Step):

ওবিসি সার্টিফিকেট আপডেট সংক্রান্ত প্রক্রিয়া অংশগ্রহণের জন্য অনলাইন এবং অফলাইন উভয় প্রক্রিয়া উপলব্ধ রয়েছে। অফলাইনে আবেদনের জন্য স্থানীয় Block Office / SDO / District BCW Office থেকে ফরম সংগ্রহ করতে হবে। সেখান Revalidation/Reissue of OBC Certificate লিখে আবেদন জমা করতে হবে। আবেদন পত্রে উল্লেখিত আবেদনকারীর তথ্য গুলো যেমন – নাম, ঠিকানা, জাতিগত তথ্য প্রভৃতি সঠিক ভাবে প্রদান করতে হবে। আবেদনের পর যাচাইয়ের মাধ্যমে আপনাদের OBC সার্টিফিকেট পুনঃপ্রদান (Reissue) করবেন। অনলাইনে আবেদনের ক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। এছাড়া আপনারা চাইলে এসডিও অথবা বিডিও অফিসের সামনে গ্রাহক সেবা কেন্দ্রের সহায়তা নিতে পারেন।

আরও পড়ুন

মাত্র একটি কোর্স করলে মাসিক আয় ৫১,০০০ টাকা – দেখুন বিস্তারিত – Data Analytic Income Source

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন