Bangla News Dunia, Pallab : OBC অর্থাৎ Other Backward Classes, যাকে বাংলায় বলে অন্যান্য অনগ্রসর শ্রেণী, সার্টিফিকেট সংক্রান্ত মামলা এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে বিচারাধীন হয়ে পড়ে রয়েছে। এখনো পর্যন্ত সঠিক চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি এই বিষয় নিয়ে সরকারের তরফ থেকে।
আরও পড়ুন : গরমে সুস্থ থাকতে কোন সুপারফুড খাবেন ও কি এড়াবেন? জানতে বিস্তারিত পড়ুন
যার ফলে সরকারি চাকরিতে ভর্তি, বৃত্তি এবং অন্যান্য সমস্ত গুরুত্বপূর্ণ পরিষেবার মত বিভিন্ন ক্ষেত্রে বিলম্ব ঘটছে সমস্ত OBC শ্রেণীর ব্যক্তিদের। এই সমস্ত বিলম্বের কারণে পশ্চিমবঙ্গ সরকারও সমস্যার সম্মুখীন হচ্ছে। এই নিয়ে গত বছর অর্থাৎ 2024 সালের মার্চ মাসে কলকাতা হাইকোর্ট 2010 সাল থেকে জারি করা সমস্ত OBC সার্টিফিকেট বাতিল করে দেওয়ার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে।যার ফলে রাজ্যে OBC সার্টিফিকেটধারী প্রায় 12 লক্ষ মানুষ নানা রকম সমস্যার সম্মুখীন হয়েছেন।
সম্প্রতি হাইকোর্ট রায় দিয়েছে যে এই সমস্ত সার্টিফিকেটগুলি আর কোনো মতেই বৈধ নয়। প্রতিক্রিয়ায় রাজ্য সরকার এই রায় স্থগিত করার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করে, তবে সুপ্রিম কোর্ট এখনো হাইকোর্টের সিদ্ধান্তের ওপর কোনো সুবিধা দেয়নি এবং বর্তমানে মামলাটি এখনো ভারতের প্রধান বিচারপতির অধীনেই পড়ে রয়েছে।
বেশ কয়েকটি ক্ষেত্রে জটিলতা তৈরি করেছে, যেখানে OBC সার্টিফিকেট প্রয়োজন। যেমন ধরুন, পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং WBCS অর্থাৎ পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস পরীক্ষাও এখনো পর্যন্ত রাজ্যে অনুষ্ঠিত হয়নি। এমন পরিস্থিতি থেকে মুক্তির জন্য সুপ্রিমকোর্টের মামলা চলমান থাকা সত্ত্বেও, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার OBC এর সমস্ত সার্টিফিকেট সমস্যা সমাধানের জন্য পদক্ষেপ করতে শুরু করেছে।
আরো পড়ুন : ফিক্সড ডিপোজিট নাকি প্রভিডেন্ট ফান্ড? কোথায় বিনিয়োগ করলে মোটা টাকা সুদ পাবেন, জানুন
রাজ্য সরকারের নতুন জরিপ উদ্যোগ : জানা গিয়েছে যে, পশ্চিমবঙ্গ সরকার এই OBC সমস্যা সমাধানের জন্য একটি নতুন সমীক্ষা নিয়ে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত। যে সমীক্ষাটি শুরু হয়েছে গত 8ই মার্চ তারিখ থেকে। রাজ্য সরকার জেলা কর্মকর্তাদের এই জরিপ পরিচালনা করার জন্য দল গঠনের নির্দেশ দিয়েছে। এই সমীক্ষাটার মূল উদ্দেশ্যই হলো যে, কোন সাপ কাটাগরীর ওবিসিরা সুবিধা পাওয়ার যোগ্য সেটা সু নিশ্চিত করা এবং এটি OBC সার্টিফিকেট সমস্যার একটি ন্যায্য সমাধান খুঁজে পেতে সহায়তা করবেই।
নতুন নির্দেশিকাতে কি বলছে রাজ্য সরকার ?
সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, 0 মুখ্যমন্ত্রীর কার্যালয় নবান্ন এই সপ্তাহে সমীক্ষা পরিচালনার জন্য নতুন নির্দেশিকা প্রকাশ করেছে। নির্দেশাবলীতে স্থানীয় কর্মকর্তাদের প্রতিটি ব্লক এবং মহকুমার কর্মী এবং কর্মকর্তাদের একটি তালিকা প্রস্তুত করতে বলা হয়েছে এবং তারা এই সমীক্ষাটিতে জড়িত থাকবেন বলেও বলা হয়েছে।